করোনাভাইরাস: সিঙ্গাপুরে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১০৯৫ জন
সিঙ্গাপুরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৭ এপ্রিল আরও ৩৫ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন৷ এই নিয়ে করোনায় আক্রান্ত হয়ে সুস্থ হয়ে বাসায় ফিরলেন ১০৯৫ জন।
এদিকে দেশটিতে নতুন করে আরও ৭৯৯ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১৪৪২৩ জন৷
করোনাভাইরাসে আক্রান্ত আরও দুইজন সিঙ্গাপুরিয়ানের মৃত্যু হয়েছে৷ তাদের বয়স যথাক্রমে ৮১ ও ৮২ বছর। সোমবার দুইজনসহ এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিঙ্গাপুরে চৌদ্দজনের মৃত্যু হয়েছে৷
সিঙ্গাপুরে অভিবাসীদের থাকার জায়গা ডরমেটরিগুলো এখন সবচেয়ে বড় ক্লাস্টারে পরিণত হয়েছে। S11 ডরমেটরি পংগল সিঙ্গাপুরের সবচেয়ে বড় ক্লাস্টার। এই ডরমেটরি থেকে এখন পর্যন্ত মোট ২২৮৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আজকে আরও নতুন ছয়টি ক্লাস্টার চিহ্নিত করা হয়েছে।
২৭ এপ্রিল করোনাভাইরাসে আক্রান্তের মধ্যে কোনো বিদেশ ফেরত নেই৷ ১৪ জন সিঙ্গাপুরিয়ান নাগরিক, ৭৬৪ জন ওয়ার্ক পাশ হোল্ডার ডরমেটরিতে অবস্থান করত এবং ১৭ জন ওয়ার্কপাশ হোল্ডার ডরমেটরির বাইরে বসবাস করত৷
১৪৫১ জন এখনও হাসপাতালে চিকিৎসাধীন আছেন৷ এর মধ্যে ২০ জনের অবস্থা গুরুতর। তাদেরকে আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে৷ ১১৮৬৩ জনের অবস্থা ক্লিনিক্যালি ভালো কিন্তু পরীক্ষায় করোনাভাইরাস পজিটিভ হওয়ায় তাদেরকে অন্য রোগীদের কাছ থেকে আলাদা রাখা ও যত্নের জন্য অন্যত্র সরিয়ে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে৷
এমআরএম