মিশিগানে ৪৯ শতাংশ করোনা রোগী সুস্থ
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে ৪৯ শতাংশ করোনা রোগী সুস্থ হয়ে উঠেছেন। আগাম সর্তকতা ও উন্নত স্বাস্থ্যসেবা এর প্রধান কারণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। এছাড়া সামাজিক দূরত্ব মেনে চলায় করোনা আক্রান্তের সংখ্যা কমতে শুরু করেছে।
রাজ্যের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, শনিবার (৯ মে) পর্যন্ত মিশিগানে ২২ হাজার ৬৮৬ জন রোগী সুস্থ হয়েছেন। তারা একমাস ধরে ভালো আছেন। তাদের মাঝে নতুন কোনো উপসর্গ দেখা দেয়নি।
হালনাগাদ তথ্য অনুযায়ী, রাজ্যে ২৪ ঘণ্টায় ২৫ জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছে ৩৮২ জন। মিশিগান রাজ্যে এ পর্যন্ত মারা গেছেন ৪ হাজার ৫৫১ জন। সংক্রমিত হয়েছেন ৪৭ হাজার ১৩৮ জন।
স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, মিশিগানে করোনাভাইরাস এখনও তৃতীয় ধাপে রয়েছে। মানুষের সমাবেশ নিষিদ্ধ এবং কম ঝুঁকিপূর্ণ কিছু ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেয়া হয়েছে। বাধ্যতামূলক করা হয়েছে ফেস মাস্ক ও হ্যান্ডস গ্লাভস ব্যবহার। চতুর্থ ধাপে যেতে আরও কিছু উন্নতি ঘটাতে হবে। সেজন্য মৃত্যু ও আক্রান্ত দুটোই আরও কমতে হবে।
বিশ্বের অন্যান্য দেশগুলোর চেয়ে করোনায় সবচেয়ে ভয়াবহ অবস্থা যুক্তরাষ্ট্রের। দেশটিতে ১৩ লাখ ৫৬ হাজার ৫৬১ জন করোনায় আক্রান্ত। আর মৃত্যু হয়েছে ৮০ হাজারেরও বেশি মানুষের। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত ও মৃত্যুতে শীর্ষে রয়েছে দেশটি। যুক্তরাষ্ট্রের সবকটি অঙ্গরাজ্যেই এই ভাইরাসের প্রকোপ ছড়িয়ে পড়েছে।
করোনায় সবচেয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে দেশটির নিউইয়র্ক অঙ্গরাজ্য। অন্যান্য অঙ্গরাজ্যের তুলনায় সেখানে আক্রান্ত ও মৃত্যুর ঘটনা সবচেয়ে বেশি। নিউইয়র্কে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ৩ লাখ ৪৫ হাজার ৩৮৯ জন। অপরদিকে এ অঙ্গরাজ্যে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ২৬ হাজার ৮০৫ জন।
তোফায়েল রেজা সোহেল/এমএসএইচ