সৌদিতে ২৯ রোজা পর্যন্ত সীমিত পরিসরে খোলা থাকবে শপিংমল

ক ম জামাল উদ্দীন ক ম জামাল উদ্দীন , সৌদি আরব
প্রকাশিত: ০৪:৩৯ এএম, ১৩ মে ২০২০

 

করোনাভাইরাসের কারণে লকডাউনে থাকা সৌদি আরবে সীমিত পরিসরে খুলে দেয়া হয়েছে শপিংমল ও ব্যবসা প্রতিষ্ঠান। গত ২৬ এপ্রিল লকডাউন কিছুটা শিথিল করে শপিংমল ও অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেয় দেশটির সরকার। তবে শপিংমল ও ব্যবসা প্রতিষ্ঠান খোলার রাখার মেয়াদ বাড়িয়েছে সরকার।

১৩ মে থেকে আগামী ২২ মে অর্থাৎ ২৯ রোজা পর্যন্ত দেশটিতে নিয়মানুযায়ী শপিংমল ও অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানগুলো খোলা রাখা যাবে। যাবতীয় বিধিনিষেধ মেনে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মানুষের চলাফেরা ও বাণিজ্যিক কর্মকাণ্ড চলমান থাকবে।

তবে মক্কা নগরী ও ২৪ ঘণ্টার লকডাউন থাকা এলাকাগুলোতে বন্ধ রাখার নির্দেশনা বহাল রাখা হয়েছে।

মঙ্গলবার (১২ মে) দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয় এক নোটিশের মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করে।

এদিকে করোনাভাইরাসের ব্যাপক বিস্তার রোধে ঈদুল ফিতরের পাঁচ দিনের ছুটিতেও সৌদি আরবজুড়ে ২৪ ঘণ্টার কারফিউ জারি থাকবে বলে মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছে।

জানা যায়, শপিংমল, দোকানে কিংবা সড়কে কোনো অবস্থাতেই পাঁচ জনের বেশি এক জায়গায় জড়ো হওয়া যাবে না। এই আইন অমান্যকারীর জন্য বিভিন্ন ক্যাটাগরিতে জরিমানার বিধান রেখেছে সরকার।

উল্লেখ্য, করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় সৌদিআরবে আরও এক হাজার ৯১১ জন আক্রান্ত হয়েছেন। ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪২ হাজার ৯২৫ জনে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে আরও ৯ জনের প্রাণ কেড়ে নিয়েছে ভাইরাসটি। ফলে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬৪ জনে।

এফআর

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]