সুখবর: জরিমানা ছাড়াই দেশে যাওয়ার সুযোগ আমিরাত প্রবাসীদের
সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতি শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান এক নতুন আদেশ জারি করেছেন। আগামী ১৮ মে থেকে তিন মাসের মধ্যে অবৈধ প্রবাসীরা জরিমানা ছাড়াই নিজ নিজ দেশে যাওয়ার সুযোগ পাবেন।
বুধবার (১৩ মে) স্থানীয় গণমাধ্যমে এক ব্রিফিংয়ে এই ঘোষণা দেন দেশটির রাষ্ট্রপতি। ঘোষণায় বলা, হয় গত ১ মার্চের পূর্বে যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে তারা আগামী ৩ মাসের মধ্যে আমিরাত ত্যাগের সুযোগ পাবেন।
দেশটির ফেডারেল অথোরিটি অ্যান্ড আইন্ডেন্টিটির মুখপাত্র ব্রিগেডিয়ার খামিস আল কাবি গণমাধ্যমে জানান, ‘রাষ্ট্রপতির আদেশটি সকল দেশের নাগরিকদের জন্য প্রযোজ্য হবে। এই সুযোগটি কাজে লাগিয়ে নিজ নিজ দেশে চলে গেলে আমিরাতের আইন অনুযায়ী পুনরায় আসার ক্ষেত্রে কোনো বাঁধা থাকবে না।
খামিস আল কাবি আমিরাতে অবস্থানরত অবৈধ অধিবাসীদের সকলকে এই সুযোগটি কাজে লাগানোর আহ্বান জানান।
এদিকে বাংলাদেশ দূতাবাসের আরও এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাতে অবস্থানকারী বাংলাদেশি নাগরিকরা ভিসা ট্রান্সফার করতে পারবেন। যারা ভিজিট ভিসায় আমিরাতে অবস্থান করছেন তারা চাকরির ভিসাও নিতে পারবেন।
বলা হয়, অনেকেই বাংলাদেশে ফিরে যেতে চাইছেন। তবে নিয়মিত ফ্লাইট চালু হওয়ার আগে বাংলাদেশে ভ্রমণ করার আপাতত কোনো সুযোগ নেই। সরকার নিয়মিত ফ্লাইট চালুর চেষ্টা করছে। এক্ষেত্রে এয়ারলাইন্স ও ট্রাভেল এজেন্সির সঙ্গে যোগাযোগ রক্ষার অনুরোধ করা হয়েছে। তবে সার্বিক পরিস্থিতি বিবেচনায় সম্ভব হলে এই মুহূর্তে দেশে ফিরে না গিয়ে নিজ নিজ কর্মস্থলে অবস্থানের পরামর্শ দিয়েছে দূতাবাস।
এমআরএম/এমকেএইচ