সৌদিতে একদিনে রেকর্ড সংখ্যক করোনা আক্রান্ত

ক ম জামাল উদ্দীন ক ম জামাল উদ্দীন , সৌদি আরব
প্রকাশিত: ০৯:৫০ পিএম, ১৬ মে ২০২০

সৌদি আরবে দিনেদিনে মহামারি করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে রেকর্ড সংখ্যক সর্বোচ্চ ২৮৪০ জন শনাক্ত করা হয়েছে। এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৫২০১৬। একদিনে ১০ জনের মৃত্যু হয়েছে। সর্বমোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৩০২। আজ সুস্থ হয়েছেন ১৭৯৭ জন। এখন পর্যন্ত সুস্থ হয়ে ঘরে ফিরেছে ২৩৬৬৬।

১৬ মে সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। আক্রান্ত অঞ্চলগুলোর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে দেশটির রাজধানী রিয়াদে; ৮৩৯ জন। ২য় সর্বোচ্চ বন্দর নগরী জেদ্দায় ৪৫০ জন।

এ ছাড়া মক্কার মুকাররমা ৩৬৬, মদিনা মুনাওয়ারা ২৯০ জন, দাম্মাম ১৮০, দিরিয়াহ ৮৯, ক্বাতিফ ৮০, আল খোবার ৭৮, আল জুবাইল ৭৫, তাইফ ৫৭, ইয়ানবু ৫০, আল হুফুফ ৪৯, তাবুক ৩৮ বুরাইদা ২৪, হাফের আল বাতেন ২০, ওয়াদি আল দাওয়াসির ১৯, জাহারান ১৫, বাক্বিক ১৩, আল নারিয়া ৯, হাইল ৮, আল খারাজ ৭, আল খাফজি ৬, সাফওয়া ৫, শাকরা ৫, আল মিজনাব ৫, খালিজ ৫, আল খুরমা ৪, আম মুজমায়া ৪ আরও কিছু অঞ্চলে ৩ জন করে আক্রান্ত হয়েছে।

গত ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম করোনার উপস্থিতি ধরা পড়ে। বর্তমানে বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চলে করোনার প্রকোপ ছড়িয়ে পড়েছে। বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা বাড়তেই আছে। মোট আক্রান্তের সংখ্যা প্রায় ৪৬ লাখ। গোটা বিশ্বে ভাইরাসটি সংক্রমিত মৃত্যুর সংখ্যা ৩ লাখ ছাড়িয়েছে। সুস্থ হয়েছেন ১৬ লাখ ৪৬ হাজারেরও বেশি মানুষ।

এমআরএম/এমকেএইচ

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]