লেবাননে শ্বাসকষ্টে বাংলাদেশি নারীর মৃত্যু
লেবাননে মর্জিনা বেগম নামে এক নারীকর্মীর শ্বাসকষ্টে মুত্যু হয়েছে। শনিবার (৩০ মে) রাজধানী বৈরুতের মাকাসাদ হাসপাতালে স্থানীয় সময় বিকেলে তার মৃত্যু হয়। বর্তমানে মরদেহ হাসপাতালের হিমঘরে আছে।
মর্জিনা বেগমের বোন লেবানন প্রবাসী নাসরিন বেগম জানায়, আমার বোন দীর্ঘ ৭ বছর আগে গৃহকর্মীর ভিসায় লেবানন আসে। বারবির এলাকায় একটি ছোট রুমে দু’বোন একসাথে থাকতাম। গত ২ সপ্তাহ যাবত মর্জিনা বেগম শ্বাসকষ্টে ভুগলেও অর্থের অভাবে প্রয়োজনীয় চিকিৎসা নিতে পারছিলেন না।
তিনি বলেন, আজ দুপুরে তার শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত মাকাসাদ হাসপাতালে নিয়ে আসলে কয়েক ঘণ্টা পরেই মর্জিনা বেগম মৃত্যুর কোলে ঢলে পড়েন। চিকিৎসক জানায়, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা গেছেন।
মর্জিনা বেগমের বাড়ি মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার বিলতার গ্রামে। বাবার নাম শেখ আলতাফ হোসেন। এদিকে তার আকস্মিক মৃত্যুর সংবাদে এলাকাসহ পরিবারে শোকের ছায়া নেমে আসে। পরিবারে তার স্বামীসহ ২ সন্তান রয়েছে।
এমআরএম