সৌদিতে ২৪ ঘণ্টায় আক্রান্তের রেকর্ড
সৌদি আরবে ২৪ ঘণ্টায় ৪ হাজার ২৩৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ লাখ ২৭ হাজার ৫৪১ জন। একদিনে মৃত্যু হয়েছে ৪০ জনের। সর্বমোট মৃত্যুর সংখ্যা ৯৭২ জন। সুস্থ হয়েছেন ২ হাজার ১৭২ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৮৪ হাজার ৭২০ জন।
১৪ জুন সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। দেশটিতে কোভিড ১৯ ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ৪১ হাজার ৮৪৯ জন। এর মধ্যে ঝঁকিতে রয়েছে ১৮৫৫ জন।
এর আগে, ১২ জুন মধ্যপ্রাচ্যের এ দেশটিতে করোনায় আক্রান্ত হন ৩ হাজার ৯২১ জন। ১৩ জুন ৩ হাজার ৩৬৬ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৪ হাজার ২৩৩ জনে দাঁড়িয়েছে।
আক্রান্ত অঞ্চলগুলোর মধ্যে আজও প্রথম অবস্থানে রয়েছে রাজধানী রিয়াদ; ১৭৩৫ জন, বন্দর নগরী জেদ্দায় ৩৫২ জন, মক্কা মুকাররমায় ৩১৪ জন, দাম্মামে ১৬১ জন, মদিনা মুনাওয়ারায় ১৫৮ জন, হুফোফ ১৪৭ জন, আল ক্বাতিপ ১৪৪ জন, আল খোবার ১৩৭ জন, জাহারান ৮৮ জন, তায়েপ ৭৪ জন, খামিস মুশাইত ৬৩ জন, আল খারিজ ৫৪ জন,আবহা ৫৩, নাজরান ৫৩ জন, ওয়াদি আল দাওয়াসির ৫০ জন, আল মুবারাজ ৪৬ জন, সাফওয়া ৪৫ জন, আল জুবাইল ৪১ জন, হারমালা ৩৪ জন, আল দিরিয়াহ ৩০ জন, হাপের আল বাতেন ২৯ জন, ইয়ানবু ২৩ জন।
এছাড়াও আরও কিছু অঞ্চলে কয়েকজন করে নতুন আক্রান্তের খবর পাওয়া গেছে। মধ্যপ্রাচ্যের এ দেশটিতে প্রায় ২০ লাখ প্রবাসী বাংলাদেশি বিভিন্ন সেক্টরে কর্মরত। বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী এখন পর্যন্ত দেশটিতে করোনাভাইরাসে সংক্রমিত হয়ে ৩১০ জন প্রবাসী বাংলাদেশি মৃত্যুবরণ করেছেন।
গত ডিসেম্বেরর শেষের দিকে চীনের উহান ১ম এই প্রাণঘাতী করোনাভাইরাস শনাক্ত হয়। বর্তমানে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে এ ভাইরাস। ভাইরাসটিতে এখন পর্যন্ত ৭৭ লাখ ৯৮ হাজার ৪৬ জন আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত প্রাণ গেছে ৪ লাখ ৩০ হাজার ২৯২ জনের। মোট সুস্থ হয়েছেন ৩৮ লাখের বেশি মানুষ।
এমআরএম/এমকেএইচ