সৌদিতে করোনায় মৃত্যু হাজার ছাড়াল, আক্রান্ত ১৩২০৪৮

ক ম জামাল উদ্দীন ক ম জামাল উদ্দীন , সৌদি আরব
প্রকাশিত: ০১:৪০ এএম, ১৬ জুন ২০২০

সৌদি আরবে একদিনে ৪৫০৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে সর্বমোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৩২০৪৮ জন। ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩৯ জনের। সর্বমোট মৃত্যুর সংখ্যা ১০১১ জন। দেশটিতে টানা ২ দিন ধরে দৈনিক ৪ হাজারের উপরে আক্রান্ত হচ্ছে।

আজকে সুস্থ হয়েছে ৩১৭০ জন। সর্বমোট সুস্থ হয়েছে ৮৭৮৯০ জন। সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। দেশটিতে কোভিড ১৯ ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ৪৩১৪৭ জন। এর মধ্যে আশঙ্কাজনক অবস্থায় রয়েছে ১৮৯৭ জন

আক্রান্ত অঞ্চলগুলোর মধ্যে আজও সর্বোচ্চ আক্রান্ত নিয়ে ১ম অবস্থানে আছে দেশটির রাজধানী রিয়াদ; ১৬৫৮ জন, বন্দর নগরী জেদ্দায় ৪১৩ জন, মক্কা মুকাররমায় ৩৮৯ জন, দাম্মামে ২৭০ জন, হুফোফ ২০৫ জন, আল ক্বাতিপ ১৮৩ জন, তায়েফে ১৩০ জন, মদিনা মুনাওয়ারায় ১২৫ জন, আল খোবার ৮৯ জন, খামিস মুশাইত ৮৫ জন, আবহা ৫৫ জন, আল জুবাইল ৫৩ জন।

এছাড়া সাফওয়া ৪৫, আল মুবারাজ ৪৫ জন, বুরাইদা ৩৯ জন, জাহারান ৩৮ জন, হাফের আল বাতেন ৩৬ জন, আল খারিজ ৩৬ জন, ইয়ানবু ২৮ জন, আল মাজাহামিয়া ২৭, হুতা বনি তামিম ২৬ জন,নাজরান ২৪ জন, আল রাস ২৩ জন, ওয়াদি আল দাওয়াসির ২১ জন, আলবাহা ২০ জন,আল খাফজি ১৮ জন, আল দিরিয়াহ ১৭ জন, আম্বরিয়া ১৫ জন, রাস তান্নুরা ১৫ জন, হাইল ১৪ জন, তাবুক ১৪ জন, মাহাইল আসির ১৩ জন ও বিশা ১২ জন।

এখন করোনাভাইরাসের ছোবলে বিপর্যস্ত গোটা বিশ্ব। গত ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়ানোর পর এ ভাইরাসে বিশ্বজুড়ে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৮০ লাখ ছাড়িয়েছে। মৃতের সংখ্যা চার লাখ ৩৫ হাজার প্রায়। তবে ৪১ লাখ ৩৪ হাজারের বেশি রোগী ইতোমধ্যে সুস্থ হয়েছেন। বাংলাদেশে করোনাভাইরাস প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ।

এমআরএম

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]