সিঙ্গাপুরে করোনা আক্রান্ত ৪৫৬১৩ জন, সুস্থ ৪১৭৮০
সিঙ্গাপুরে করোনাভাইরাসে আক্রান্ত আরও ১৩৫ জন চিকিৎসা নিয়ে ঘরে ফিরেছেন। এখন পর্যন্ত ফিরেছেন ৪১৭৮০ জন। আজকে আরও ১৯১ জনের করোনা শনাক্ত করা হয়েছে। এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৪৫৬১৩ জন।
১১ জুলাই সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। শুক্রবার আক্রান্তদের মধ্যে ৭ জন সিঙ্গাপুরিয়ান (পার্মানেন্ট রেসিডেন্স) ১ জন বিদেশফেরত ও ৯ জন ওয়ার্কপাশ হোল্ডার রয়েছেন যারা ডরমেটরির বাইরে বাস করেন। বাকি ১৭৪ জন ওয়ার্কপাশ হোল্ডার যারা ডরমেটরিতে থাকেন।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিঙ্গাপুরে এখন পর্যন্ত ২৬ জনের মৃত্যু হয়েছে। ২০৩ জন হাসপাতালে চিকিৎসাধীন। এর মধ্যে ১ জনের অবস্থা গুরুতর। তাকে আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
৩৬০৪ জনের অবস্থা ক্লিনিক্যালি ভালো কিন্তু পরীক্ষায় করোনাভাইরাস পজিটিভ হওয়ায় তাদেরকে অন্য রোগীদের কাছ থেকে আলাদা রাখা ও যত্নের জন্য অন্যত্র সরিয়ে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।
গত ডিসেম্বরের শেষদিকে চীনের উহান ১ম এই প্রাণঘাতী ভাইরাস শনাক্ত হয়। বর্তমানে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে এই মহামারি। ভাইরাসটিতে এখন পর্যন্ত ১ কোটি ১২ লাখ ৮৪ হাজার ২৬৫ জন আক্রান্ত হয়েছেন। মোট প্রাণ হারিয়েছে ৫ লাখ ৩৫০ হাজারের বেশি মানুষ। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৬১ লাখের ও বেশি।
এমআরএম/এমকেএইচ