স্লোভেনিয়ায় একদিনে রেকর্ড সংখ্যক আক্রান্ত

রাকিব হাসান রাফি
রাকিব হাসান রাফি রাকিব হাসান রাফি , স্লোভেনিয়া প্রতিনিধি
প্রকাশিত: ০৫:০২ পিএম, ১১ জুলাই ২০২০

স্লোভেনিয়ায় আজকে রেকর্ড সংখ্যক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। গত চব্বিশ ঘণ্টার ব্যবধানে নতুন করে ৩৪ জনের শরীরে কোভিড-১৯ শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত আক্রান্ত ১৮২৭ জন, মোট মৃত্যুবরণ করেছেন ১১১ জন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ১৪২৯ জন।

স্লোভেনিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। কয়েক দিন ধরে সংক্রমণের মাত্রা বৃদ্ধি পাওয়ায় স্লোভেনিয়া সরকারের পক্ষ থেকে দেশটিতে বসবাস করা সকল নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের কথা বলা হয়েছে।

গত ১৫ মে ইউরোপের প্রথম দেশ হিসেবে স্লোভেনিয়া করোনা মহামারি পরিস্থিতির অবসানের ঘোষণা দেয়। কিন্ত গত কয়েক দিন থেকে দেশটিতে ফের নতুন করে সংক্রমণ দেখা যাচ্ছে। দেশটিতে বসবাস করা অনেক সাধারণ মানুষ মনে করছেন দ্বিতীয় ধাপে স্লোভেনিয়া আরও একবার করোনা মহামারির সম্মুখীন হতে চলেছে।

যদিও স্লোভেনিয়া যথারীতি অস্ট্রিয়া, হাঙ্গেরি ও ইতালির সঙ্গে সীমান্ত সংযোগ চালু রেখেছে। ক্রোয়েশিয়ার সাথে সীমান্ত সংযোগ এখন অনেকটা বিধি-নিষেধের মধ্যে রাখা রয়েছে। সার্বিয়া, বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা, সার্বিয়া, মেসিডোনিয়া বলকান এ সকল দেশ থেকে অনেকে জীবিকা কিংবা উচ্চশিক্ষার জন্য স্লোভেনিয়াতে যাতায়াত করে থাকেন।

বলকানের সকল দেশের সাথে স্লোভেনিয়ার সংযোগ ঘটেছে ক্রোয়েশিয়ার মধ্য দিয়ে। বর্তমানে করোনাভাইরাসের সংক্রমণের বিবেচনায় ইউরোপের মধ্যে রাশিয়ার পর সবচেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থানে রয়েছে বলকান দেশগুলো। সার্বিয়া, বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা, মেসিডোনিয়া এ সকল দেশে দ্বিতীয় ধাপে আবারও করোনার আঘাত আসতে শুরু করেছে।

বলকানের দেশগুলো থেকে মানুষের অবাধ যাতায়াতের ফলে স্লোভেনিয়া এবং একই সাথে স্লোভেনিয়ার প্রতিবেশি ক্রোয়েশিয়াতে ফের করোনা আক্রমণ শুরু হয়েছে বলে দাবি করেছে দেশ দুটির বিভিন্ন গণমাধ্যমগুলো।

এমআরএম/জেআইএম

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]