করোনাভাইরাস মোকাবিলায় সফল যেসব দেশ

ওমর ফারুকী শিপন
ওমর ফারুকী শিপন ওমর ফারুকী শিপন , সিঙ্গাপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৬:০৬ পিএম, ১২ জুলাই ২০২০

সারাবিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত ১ কোটি ২৮ লাখেরও বেশি মানুষ। এখন পর্যন্ত মৃত্যুবরণ করেছে ৫ লাখ ৬৭ হাজারেরও বেশি। প্রতিদিনই বাড়ছে নতুন আক্রান্ত ও মৃতের সংখ্যা।

আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা দেখেই বোঝা যায় সারাবিশ্ব করোনা পরিস্থিতি নিয়ে আতঙ্কিত। ভ্যাকসিন পেতে বিশ্ব মরিয়া। বিশেষজ্ঞরা বলেছেন, পরীক্ষিত ভ্যাকসিন না পাওয়া পর্যন্ত করোনা থেকে মানবজাতির খুব সহজে মুক্তি মিলছে না।

অনেক দেশ আজ করোনাভাইরাস পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে। তবে কিছু দেশ করোনাভাইরাস প্রাদুর্ভাবের পর সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু কিছু দেশ সময়মতো সঠিক সিদ্ধান্ত নিতে না পারায় পরিস্থিতি আজ ভয়াবহ করে তুলেছে।

এশিয়ার মধ্যে যেসব দেশ করোনা মোকাবিলায় সফল হয়েছে- তাইওয়ান, ভিয়েতনাম, সিঙ্গাপুর, ভুটান, শ্রীলঙ্কা, হংকং ও মিয়ানমার।

করোনাভাইরাস মোকাবিলায় সফল দেশের মধ্যে প্রথমেই ভুটানের কথা বল যেতে পারে। সীমান্ত হিসেবে ভুটানে ব্যাপকহারে করোনায় আক্রান্ত হওয়ার কথা ছিল। কারণ দেশটির একপাশে চীন আরেক পাশে ভারত। ভারত এখন করোনা মোকাবিলায় হিমশিম খাচ্ছে। কিন্তু ভুটান সফল।

এখন পর্যন্ত ভুটানে মাত্র ৮২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। ভুটানের স্বাস্থ্য ব্যবস্থা তেমন উন্নত নয়। সেখানে মাত্র ৩০০ জন চিকিৎসক তবুও তারা কীভাবে সফল হলো? বলা চলে ভুটানের রাজার কার্যকরী পদক্ষেপের কারণেই তারা সফল হয়েছে। তারা প্রমাণ করেছে সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিলেই সফল হওয়া যায়।

করোনা মোকাবিলায় সফল রাষ্ট্রের নাম নিলেই আমার চোখের সামনে ভিয়েতনাম ভেসে ওঠে। দেশটিতে ব্যাপকহারে করোনায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা ছিল। কারণ তাদের সঙ্গে চীনের দীর্ঘস্থল সীমান্ত রয়েছে। কিন্তু না করোনা মোকাবিলায় তারা সফল। ৯ কোটি ৭০ লাখ জনসংখ্যার দেশে মাত্র ৩৭০ জন করোনায় আক্রান্ত হয়েছে। এখন পর্যন্ত কেউ মারা যায়নি। শুরু থেকেই তাদের কার্যকরী পদক্ষেপের কারণে আজ অবধি তারা করোনা মোকাবিলায় সফল।

করোনা মোকাবিলায় শ্রীলঙ্কাও সফল। দেশটিতে এখন পর্যন্ত ২৫১১ জন করোনায় আক্রান্ত হয়েছে। মারা গেছেন ১১ জন। অপরদিকে হংকও করোনা মোকাবিলায় সফল। এই পর্যন্ত হংকংয়ে ১ হাজার ৪৩৩ জন করোনায় হয়েছে। মারা গেছেন ৭ জন।

করোনার মোকাবিলায় প্রশংসনীয় সফলতা দেখিয়েছে চীনের প্রতিবেশী তাইওয়ান। দেশটিতে এখন পর্যন্ত মোট ৪৫১ জন করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে ৪৩৮ জনই সুস্থ। মারা গেছে ৭ জন। করোনাভাইরাস প্রাদুর্ভাবের শুরু থেকে কখনও পুরোপুরি লকডাউনও করেনি তাইওয়ান সরকার।

উহানের সঙ্গে সরাসরি ফ্লাইট আর ঘনবসতিপূর্ণ কয়েকটি শহরে ২ কোটি ৪০ লাখ মানুষের বসবাসের ফলে প্রথম দিকে মনে হয়েছিল তাইওয়ানের করোনাভাইরাস পরিস্থিতি বেশ ভয়াবহ হতে যাচ্ছে। কিন্তু সরকারের কার্যকরী পদক্ষেপে তেমনটি হয়নি। এই সাফল্যের জন্য তাইওয়ানের নেতারা মানুষের মাস্ক পরতে উৎসাহ দিচ্ছেন।

মিয়ানমারে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত ৩৩০ জন, সুস্থ ২৬০ জন। মারা গেছেন ৬ জন। করোনাভাইরাস মোকাবিলায় মিয়ানমারও সফল।

এবার আসি সিঙ্গাপুর সম্পর্কে। সিঙ্গাপুর সরকারও করোনাভাইরাস মোকাবিলায় সফল।

এমআরএম/এমকেএইচ

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]