দক্ষিণ আফ্রিকায় করোনা ও হৃদরোগে দুই বাংলাদেশির মৃত্যু

প্রবাস ডেস্ক
প্রবাস ডেস্ক প্রবাস ডেস্ক
প্রকাশিত: ০৬:১৭ পিএম, ২১ আগস্ট ২০২০

দক্ষিণ আফ্রিকায় করোনাভাইরাস ও হৃদরোগে আক্রান্ত হয়ে দুই বাংলাদেশির মৃত্যু হয়েছে। দেশটির নর্থ ওয়েস্ট প্রদেশের ব্রেস্ট নামক শহরে আনোয়ার হোসেন আনু নামে এক বাংলাদেশি হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

তিনি ফেনী জেলার দাগুনভূইয়া এলাকার বাসিন্দা। অপরদিকে দেশটির ফ্রি স্টেইট প্রদেশের টম্সবার্গ শহরে অনিল চন্দ্র দাশ (৪০) নামে একজন বাংলাদেশি করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

গত সপ্তাহে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার তার মৃত্যু হয়েছে। অনিল চন্দ্র দাশের দেশের বাড়ি নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার ইসলামগঞ্জে।

এমআরএম/জেআইএম

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]