যুক্তরাষ্ট্রে করোনায় আওয়ামী লীগ নেতার মৃত্যু

কৌশলী ইমা কৌশলী ইমা , যুক্তরাষ্ট্র প্রতিনিধি
প্রকাশিত: ০২:৪৬ এএম, ১০ ডিসেম্বর ২০২০

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন যুক্তরাষ্ট্রের মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ইফতেখার আহমেদ খসরু।

স্থানীয় সময় বুধবার (৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় মেরিল্যান্ডের মন্টোগোমারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

বিজ্ঞাপন

মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগের একটি সূত্র এ খবর নিশ্চিত করেছে।

জানা গেছে, ইফতেখার আহমেদ খসরুর দেশের বাড়ি সুনামগঞ্জ শহরে। তিনি মেট্রো ওয়াশিংটন (ভার্জিনিয়া, মেরিল্যান্ড ও ওয়াশিংটন ডিসি) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগসহ প্রবাসীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগসহ অন্যান্য অঙ্গসংগঠনের নেতাকর্মীরা শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

বিএ

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - jagofeature@gmail.com