স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন এবং আইরিশ পার্লামেন্টের শুভেচ্ছা

সৈয়দ আতিকুর রব, আয়ারল্যান্ড থেকে
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে বাংলাদেশকে শুভেচ্ছা জানানো হয়েছে আয়ারল্যান্ডের পার্লামেন্টের পক্ষ থেকে।
২৬ মার্চ পার্লামেন্টের অধিবেশনে বাংলাদেশের মানুষ ও আয়াল্যান্ড প্রবাসী বাংলাদেশিদের শুভেচ্ছা জানান ফিনা ফেলের কালচারাল অ্যান্ড এডুকেশন প্যানেলের সিনেটর ম্যালকম বায়ার্ন।
তিনি পার্লামেন্টে বলেন, আজ বাংলাদেশ তার স্বাধীনতার ৫০ বছর পূর্তি উদযাপন করছে। সিনেটর বায়ার্ন বাংলাদেশের গৌরবোজ্জ্বল ইতিহাসের কথা স্মরণ করেন এবং বাংলাদেশি কাউন্সিলর ও লিমারিকের ডেপুটি মেয়র আজাদ তালুকদারকে ধন্যবাদ জানান বাংলাদেশি কমিউনিটিকে নিয়ে এই দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য।
এদিকে আয়ারল্যান্ড প্রবাসী বাংলাদেশিরা যথাযোগ্য উৎসাহ এবং উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশের জাতীয় দিবস এবং গৌরবোজ্জ্বল স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করেছে ২৬ শে মার্চ। দিনটিকে স্মরণ করে রাখার জন্য স্থানীয় বাংলাদেশি কমিউনিটি ভার্চুয়াল জুম মিটিংয়ের মাধ্যমে গ্রহণ করেছিল নানা আয়োজন।
সুবর্ণজয়ন্তীর ভার্চুয়াল অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- আয়ারল্যান্ডের মিনিস্টার অব স্টেট ফর স্কিলস অ্যান্ড ফারদার এডুকেশন, নাইল কলিন্স, (টিডি), ক্লাইমেট অ্যাকশন কমিটির চেয়ারম্যান ব্রায়ান লেডীন, (টি ডি), ম্যালকম বায়ার্ন, সিনেটর ফর দি কালচারাল অ্যান্ড এডুকেশনাল প্যানেল, কাউন্সিলর ডেপুটি মেয়র আজাদ তালুকদার এবং কাউন্সিলর কাজী মোশতাক আহমেদ ইমন।
বক্তারা মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বাংলাদেশি কমিউনিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। বিকেল ২টা ৩০ মিনিটে শুরু হওয়া ৬ ঘণ্টাব্যাপী অনুষ্ঠানের শুরুতেই কোরান তেলাওয়াত, গীতা, বাইবেল এবং ত্রিপিটক পাঠ করে শোনান হয়। এরপরই স্থীনীয় মেসেজ শিল্পী গোষ্ঠীর অংশগ্রহণে হামদ, কবিতা ও দেশের গান পরিবেশিত হয়।
শিশুদের অংশগ্রহণে অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে কবিতা আবৃত্তি এবং বাংলা গান পরিবেশন করে তাহলিন হাসান, ইহান কবির এবং আবিয়ান আহমেদ। এরপরেই স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে স্বরচিত কবিতা আবৃত্তি করেন হামিদুল নাসির, কামরুন্নাহার রুনু, মমতাজ কবির কলি, সুপ্তা দাশ, আব্দুল মান্নান মান ও আরিফ আজিজ। সংগীত পরিবেশন করেন স্থানীয় শিল্পী শাব্বির, রুনা জ্বলিল, হাসান এবং হ্যাপি।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী তপন চৌধুরী এবং হৈমন্তী রক্ষিত দাসের সংগীতের মুর্চনা। প্রায় ঘণ্টাখানিক ধরে তারা জনপ্রিয় কিছু গান পরিবেশন করে আয়ারল্যান্ডে বসবাসরত বাংলাদেশি সংগীত পিপাসুদের মুগ্ধ করেন।
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন অনুষ্ঠানামালার আহ্বায়ক হিসেবে ছিলেন সৈয়দ মুস্তাফিজুর রহমান, ড. জিন্নুরাইন জায়গীরদার ও মো. মোস্তফা। অনুষ্ঠান সঞ্চালনা করেন আনোয়ারুল হক আনোয়ার এবং তাকে সহযোগিতা করেন তারেক মাহমুদ ইকবাল, কাজী কবির, মশিউর রহমান, শায়লা সারমিন নিপা ও মানিক মনিরুজ্জামান। অনুষ্ঠানটি বিডি ফুডের সৌজন্যে আয়োজিত হয়।
এমআরএম/জিকেএস