করোনায় দুস্থদের পাশে মালয়েশিয়ার বাংলাদেশ ফোরাম

আহমাদুল কবির
আহমাদুল কবির আহমাদুল কবির , মালয়েশিয়া প্রতিনিধি
প্রকাশিত: ০২:৩৭ পিএম, ০৬ আগস্ট ২০২১

করোনা মহামারিকালে দুস্থ ও অসহায় মানুষের জন্য ফান্ড গঠনের উদ্যোগ নিয়েছে মালয়েশিয়া বাংলাদেশ ফোরাম অ্যাসোসিয়েশন। এই মহতী উদ্যোগে অংশ নেয়ার উদাত্ত আহ্বান জানিয়েছেন সংগঠনটির সভাপতি প্রফেসর ড. এম এ বাশার।

তিনি বলেন, আমরা বৈশ্বিক মহাসঙ্কটের মুখোমুখি অবস্থান করছি। করোনা প্রাদুর্ভাবের কারণে সারাবিশ্বে অর্থনৈতিক মন্দা তৈরি হচ্ছে। দেশে দেশে লকডাউনের ফলে মধ্যম ও নিম্ন আয়ের মানুষগুলো দিশেহারা হয়ে পড়ছে। অনেকের ঘরে প্রকটভাবে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীর সঙ্কট দেখা দিচ্ছে।

তিনি আরও বলেন, যারা দিনমজুর, তারা পরিবার নিয়ে অভুক্ত থাকছে। আয়ের প্রায় সব রকম উৎস বন্ধ। কোত্থেকে দু’বেলা খাবারের ব্যবস্থা হবে তা তারা নিজেরাও জানেন না। কেউ এসে তাদের খাবার দেয় কি-না সেজন্য বাধ্য হয়ে অপেক্ষার প্রহর গুনছেন তারা। সংকটে ইসলাম আমাদের মানবিক হতে শেখায়। উৎসাহ দেয় অসহায় মানুষের পাশে দাঁড়াতে।

তিনি বলেন, দুস্থদের জন্য তহবিল গঠনে সবাই অবদান রাখতে পারেন এবং এই পদক্ষেপ প্রশংসিত হবে সব মহলে। অ্যাসোসিয়েশনের এ উদ্যোগের সঙ্গে একাত্মতা পোষণ করে সহযোগিতা কামনা করছেন ফোরামের নেতারা। যারা এই উদ্যোগে অংশ নিতে চান তাদের মালয়েশিয়া বাংলাদেশ ফোরাম অ্যাসোসিয়েশনের ৫৬২২০৯৬৩৮৯০৭ মে ব্যাংকের এই অ্যাকাউন্ট নম্বরে অথবা ৬০৬২৯৪৮৩৪৩ নম্বরে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।

এআরএ/জিকেএস

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]