শক্তিশালী পাসপোর্ট তালিকায় পাঁচে পর্তুগাল

আবু সাঈদ
আবু সাঈদ আবু সাঈদ , পর্তুগাল সংবাদদাতা
প্রকাশিত: ১১:৪৬ এএম, ১৪ জানুয়ারি ২০২২

২০২২ সালে পঞ্চম স্থানের মর্যাদা পেয়েছে পর্তুগিজ পাসপোর্ট। যৌথভাবে রয়েছে আয়ারল্যান্ডের পাসপোর্টও। তালিকায় বাংলাদেশের স্থান ১০৩ এ। প্রতি বছরের শুরুতে ‘দ্য হেনলি পাসপোর্ট ইনডেক্স’ এই র‍্যাংঙ্কিং প্রকাশ করে।

পর্তুগিজ পাসপোর্টধারীরা এই  র‍্যাংকিং থাকাকালীন ১৮৭টি দেশে ভিসা ফ্রি/ফ্রি ট্রানজিটে ভ্রমণ করতে পারবেন। বিশ্বের এই পাসপোর্ট সূচকের প্রকাশনা অনুযায়ী   র‍্যাংকিংয়ে থাকা সর্বমোট ১৩টি দেশের পাসপোর্টকে ফ্রি ভিসা/ফ্রি ট্রানজিটের জন্য অগ্রাধিকার দেওয়া হয়।

১৯২টি দেশের ফ্রি ট্রানজিট নিয়ে  র‍্যাংকিংয়ের শীর্ষে যৌথভাবে অবস্থান করছে জাপান এবং সিঙ্গাপুর। দ্বিতীয় স্থানে যৌথভাবে অবস্থান করছে ইউরোপের অন্যতম অর্থনৈতিক সমৃদ্ধ দেশ জার্মানি এবং এশিয়ার দক্ষিণ কোরিয়া (১৯০টি দেশের ফ্রি ট্রানজিট)।

jagonews24

ধারাবাহিকভাবে ফিনল্যান্ড-ইতালি-লুক্সেমবার্গ ও স্পেনের অবস্থান ৩য় স্থানে। দেশগুলোর ফ্রি ট্রানজিট অগ্রাধিকার সর্বমোট ১৮৯টি দেশ।

পর্তুগালের পাসপোর্টর চেয়ে একটি মাত্র বেশি দেশের ফ্রি ভিসা/ফ্রি ট্রানজিট নিয়ে বিশ্ব পাসপোর্ট  র‍্যাংকিংয়ের ৪র্থ স্থানের জায়গা করে নিয়েছে যথাক্রমে অস্ট্রিয়া-ডেনমার্ক-ফ্রান্স-নেদারল্যান্ড ও সুইডেনের পাসপোর্ট। এই দেশগুলোর পাসপোর্টধারীরা সর্বমোট ১৮৮টি দেশে কোনো রকম আগাম ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারবেন।

অন্যদিকে আফগানিস্তান ২৬টি দেশের ফ্রি ট্রানজিট নিয়ে হেনলি পাসপোর্ট সূচকের সবচেয়ে ১১১তম স্থানে অবস্থান করছে, কাছাকাছি রয়েছে আরব দেশ ইরাক (২৮টি দেশের ফ্রি ট্রানজিট) সিরিয়া (২৯টি দেশের ফ্রি ট্রানজিট)।

আন্তর্জাতিক বিমান পরিবহন অ্যাসোসিয়েশনের (আএটিএ) ডাটাবেজ এবং ২২৭টি আন্তর্জাতিক অবতরণ কেন্দ্রের তথ্যের ওপর নির্ভর করে প্রতি বছরের প্রথমভাগে ‘দ্যা হেনলি পাসপোর্ট ইনডেক্স’ বিশ্বের ১৯৯টি দেশের পাসপোর্ট  র‍্যাংকিংয়ের সম্পূর্ণ তথ্য প্রকাশ করে থাকে।

এমআরএম/জিকেএস

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]