মালয়েশিয়ায় জাল ওয়ার্ক পারমিট বিক্রি, ৩ বাংলাদেশি গ্রেফতার

আহমাদুল কবির
আহমাদুল কবির আহমাদুল কবির , মালয়েশিয়া প্রতিনিধি
প্রকাশিত: ১০:১৪ এএম, ০২ ডিসেম্বর ২০২২
প্রতীকী ছবি

মালয়েশিয়ায় বাংলাদেশি সহকর্মীদের কাছে জাল ওয়ার্ক পারমিট বিক্রির অভিযোগে স্বদেশি তিনজনকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ।

সংশ্লিষ্ট সূত্রে জনা গেছে, অক্টোবর থেকে জাল ওয়ার্ক পারমিট ইস্যু এবং বিক্রি করার সন্দেহে তাদের গ্রেফতার করা হয়েছে।

শাহ আলম প্রদেশের পুলিশ প্রধান ইকবাল ইব্রাহিম জানান, মঙ্গলবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শাহ আলমের ২৬ নম্বর সেকশনের কাম্পুং বারু হিকমে অভিযান চালিয়ে প্রথম দুই সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়, যাদের বয়স ২০ থেকে ৩০ বছর।

তদন্তে জানা গেছে- এই দুজন, যারা গত তিন বছর ধরে মালয়েশিয়ায় বসবাস করছিলেন এবং হিকম গ্লেনমারি শিল্প এলাকায় কাজ করছিলেন, তারা অক্টোবর থেকে জাল পারমিট তৈরি এবং বিক্রি করে আসছিলেন।

মালয়েশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বার্নামার এক প্রতিবেদনে বলা হয়েছে, বিদেশি নাগরিকদের কাছে বিক্রি করা জাল পারমিটগেলো সহজেই পাওয়া যায় অনেক সস্তা মূল্যে যার আনুমানিক মূল্য ২০০ রিঙ্গিত। তাদের গ্রাহকদের বেশিরভাগই বাংলাদেশি।

ইকবাল বলেন, পুলিশ একটি ল্যাপটপ, একটি প্রিন্টিং মেশিন, তিনটি পাসপোর্ট, ১০টি অস্থায়ী চাকরির পাস এবং চারটি মোবাইল ফোনসহ বেশ কিছু জিনিস জব্দ করেছে।

গ্রেফতারের পর ৩০ বছর বয়সী আরেক সন্দেহভাজন, একজন সহযোগী বৃহস্পতিবার রাতে শাহ আলম জেলা সদরে আত্মসমর্পণ করে। তবে অধিক তদন্তের স্বার্থে গ্রেফতারদের নাম প্রকাশ করেনি দেশটির আইন শৃঙ্খলা বাহিনী।

এমআরএম/জিকেএস

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]