মালয়েশিয়ায় অবৈধভাবে শ্রমিক সরবরাহ, পাঁচ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

মালয়েশিয়ায় ছয়জনকে গ্রেফতার করেছে দেশটির অভিবাসন বিভাগ। এরমধ্যে পাঁচ বাংলাদেশি রয়েছেন। এছাড়া স্থানীয় একজন নারীও রয়েছেন। তারা জাল ভিসা প্রস্তুত ও অবৈধভাবে মালয়েশিয়ায় শ্রমিক সরবরাহ করে আসছিলেন।
বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সেলাঙ্গর রাজ্যের ক্লাং-এ চারটি অভিযানে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা ভুয়া অস্থায়ী কর্মসংস্থান ভিজিট পাস (পিএলকেএস) ব্যবহার করে বিদেশিকর্মী সরবরাহ করতেন।
আরও পড়ুন: বিদেশি কর্মী নিয়োগে শর্ত শিথিল করলো মালয়েশিয়া
দেশটির ইমিগ্রেশন মহাপরিচালক দাতুক সেরি খাইরুল জাইমি দাউদ শুক্রবার পুত্রযায়ায় এক সংবাদ সম্মেলনে জানান, স্থানীয় এবং বাংলাদেশিদের সমন্বয়ে এ সিন্ডিকেট আট মাস ধরে কাজ করছে। এসময় তারা অবৈধভাবে প্রায় আট লাখ ৮০ হাজার রিঙ্গিত আয় করেছে।
তিনি আরও বলেন, এই সিন্ডিকেটের টার্গেট ছিল বিদেশি শ্রমিক। যাদের কোনো বৈধ পাস বা ভ্রমণ নথি নেই। এসব শ্রমিকদের স্টিকার পাওয়ার জন্য প্রত্যেকের থেকে ৫ হাজার থেকে ৬ হাজার হাজার রিঙ্গিত নিতেন।
আরও পড়ুন: মালয়েশিয়ায় ফ্ল্যাটের মালিক ৮০০০ বাংলাদেশি, আরও ৪০০০ আবেদন
অভিযানে জব্দ করা সামগ্রীর মধ্যে রয়েছে বিভিন্ন দেশের ৬২টি পাসপোর্ট, ১৭টি জাল বাংলাদেশের পাসপোর্ট, ১৩টি জাল (পিএলকেএস) ভিসা, নগদ ২ লাখ ৩৪ হাজার রিঙ্গিত এবং একটি টয়োটা হিলাক্স গাড়ি।
গ্রেফতারদের বিরুদ্ধে, পাসপোর্ট আইন ১৯৬৬, অভিবাসন আইন ১৯৫৯/৬৩ এবং অ্যান্টি মানিলন্ডারিং, অ্যান্টি-টেরোরিজম ফাইন্যান্সিং এবং বেআইনি কার্যকলাপ আইন ২০০১-এর অধীনে আরও তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন ইমিগ্রেশন মহাপরিচালক।
জেডএইচ/