মালয়েশিয়ায় স্বাধীনতা দিবস উদযাপন

আহমাদুল কবির
আহমাদুল কবির আহমাদুল কবির , মালয়েশিয়া প্রতিনিধি
প্রকাশিত: ০২:৩৯ এএম, ২৭ মার্চ ২০২৩

মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে ৫২তম স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। রোববার (২৬ মার্চ) দিবসটির অনুষ্ঠানের শুরুতে হাইকমিশনার মো. গোলাম সারওয়ার জাতীয় সংগীতের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করেন।

এরপর হাইকমিশনের হলরুমে দিবসটির তাৎপর্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন হাইকমিশনার মো. গোলাম সারওয়ার। অনুষ্ঠান সঞ্চালনা করেন হাইকমিশনের প্রথম সচিব (রাজনৈতিক) রেহেনা পানভীন। অনুষ্ঠানের শুরুতে মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়।

আলোচনা সভায় রাষ্ট্রপতির বাণী পাঠ করেন প্রতিরক্ষা উপদেষ্টা কমোডোর মো. হাসান তারিক মন্ডল। প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন শ্রম কাউন্সিলর মো. জহিরুল ইসলাম। এছাড়াও পররাষ্ট্রমন্ত্রীর বাণী পাঠ করেন দূতালয় প্রধান ও কাউন্সেলর (রাজনৈতিক) ফারহানা আহদে চৌধুরী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করেন পাসপোর্ট ও ভিসা শাখার কাউন্সেলর মিয়া মোহাম্মদ কিয়াম উদ্দিন।

jagonews24

পরে স্বাধীনতা দিবসের তাৎপর্য নিয়ে বক্তব্য রাখেন হাইকমিশনার মো. গোলাম সারোয়ার। একই সঙ্গে পাসপোর্ট সমস্যা, জনশক্তি রপ্তানিসহ বিভিন্ন বিষয়ে কথা বলেন তিনি। পাশাপাশি বাংলাদেশের স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত হয়ে সবাইকে দেশ গঠনে একসঙ্গে কাজ করার অনুরোধ জানান।

আলোচনা সভায় ডেপুটি হাইকমিশনার মোহাম্ম খোরশেদ এ খাস্তগীর, মিনিস্টার (শ্রম) মো. নাজমুছ সাদাত সেলিম, কাউন্সেলর (কনস্যুলার) জি এম রাসেল রানা, ২য় সচিব (শ্রম) সুমন চন্দ্র দাস প্রমুখ উপস্থিত ছিলেন। এতে মালয়েশিয়াস্থ বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।

মালয়েশিয়ায় স্বাধীনতা দিবস উদযাপন

এর আগে গত ২১ মার্চ সন্ধ্যায় কুয়ালালামপুরের জে ডব্লিউ মেরিয়ট হোটেলে বিভিন্ন দেশের কূটনৈতিকসহ তিন শতাধিক অতিথি নিয়ে বাংলাদেশ হাইকমিশন ৫২তম স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করে।

ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুসন। এতে আরও অংশ নেন মেলেকার গভর্নর ডা. হাজী মো. আলী বিন মো. রোস্তম, মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী ওয়াই বি তুয়ান মুস্তাফা মোহাম্মদ ইউনুস বিন সাকমুদ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় মহাসচিব টি এস ড. নাগুলেন্দ্রান কাঙ্গাইয়াতকারাসু, ওয়াইবি সিনেটর ভেল পার, পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-মহাসচিব (দ্বিপাক্ষিক বিষয়) দাতো নরম্যান বিন মুহাম্মাদ এবং আন্তর্জাতিক বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের উপ-মহাসচিব (বাণিজ্য) হেরিল ইয়াহরি ইয়াকব।

কেএসআর/

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]