২৫ মার্চকে গণহত্যা দিবসের স্বীকৃতি দেওয়ার দাবি কানাডা প্রবাসীদের

আহসান রাজীব বুলবুল
আহসান রাজীব বুলবুল আহসান রাজীব বুলবুল , কানাডা প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৩৩ এএম, ২৭ মার্চ ২০২৩

বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অব ক্যালগেরির আয়োজনে ক্যালগেরির বাংলাদেশ সেন্টারে পালিত হয়েছে স্বাধীনতা দিবস।

এসময় উপস্থিত ছিলেন আলবার্টার সরকারের এম এল এ ইরফান সাবির, সিটি অব ক্যালগেরির ওয়ার্ড কাউন্সিলর রাজ ধালীওয়াল, সংগঠনের সভাপতি কয়েস চৌধুরী, সাধারণ সম্পাদক শুভ্র দাস শুভ্র, যুগ্ম সাধারণ সম্পাদক আছিফ হোসেনসহ সংগঠন এবং কমিউনিটির নেতারা।

jagonews24

অনুষ্ঠানের শুরুতে দুই দেশের জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এসময় বাংলাদেশ সেন্টারের বাইরে জাতীয় সংগীত পরিবেশন এবং জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

অনুষ্ঠানে ছিল আলোচনা সভা এবং স্বাধীনতা দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার প্রদান।

আলোচনা সভায় বক্তারা বঙ্গবন্ধুর অবদানের কথা স্মরণ করে বলেন, নতুন প্রজন্মের মধ্যে মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ও চেতনা ছড়িয়ে দিতে হবে। সবাইকে জাতির পিতার ‘সোনার বাংলা’র স্বপ্ন বাস্তবায়নে একযোগে কাজ করতে হবে।

jagonews24

আরও পড়ুন: সিডনির বুকে একখণ্ড বাংলাদেশ 

বক্তারা ২৫ মার্চে হানাদার বাহিনীর নৃশংসতার চিত্র তুলে ধরে দিনটিকে গণহত্যা দিবসের আন্তর্জাতিক স্বীকৃতি দেওয়ারও দাবি জানান।

আলোচনা সভা শেষে স্বাধীনতা দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।

এমএইচআর/জিকেএস

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]