ঘুমের কারণে একটি সিজদা ছুটে গেলে নামাজ হবে?
প্রশ্ন: ঘুমের কারণে কোনো রাকাতে একটি সিজদা ছুটে গেলে নামাজ হবে? একদিন মসজিদে জামাতের সঙ্গে ফজরের নামাজে আদায়ের সময় সিজদায় গিয়ে ঘুমিয়ে পড়ি। এর মধ্যে ইমাম প্রথম সিজদা সম্পন্ন করে দ্বিতীয় সিজদা করেন। দ্বিতীয় সিজদা শেষ করে তিনি যখন ওঠেন, তখন আমার ঘুম ভাঙে এবং আমি ইমামের সঙ্গে দাঁড়িয়ে যাই। আমার ওইদিনের ফজরের নামাজ কি শুদ্ধ হয়েছে?
উত্তর: নামাজের প্রত্যেক রাকাতে দুই সিজদা করা ফরজ। কোনো রাকাতে দুই সিজদা বা একটি সিজদা ছুটে গেলেও নামাজ শুদ্ধ হয় না। তাই আপনার ওই দিনের ফজরের নামাজ শুদ্ধ হয়নি। তা পুনরায় পড়ে নেওয়া জরুরি।
এ রকম ক্ষেত্রে করণীয় হলো, ঘুম কেটে যাওয়ার পর প্রথম সিজদা থেকে উঠে দ্বিতীয় সিজদাটি নিজে নিজে আদায় করে তারপর দাঁড়ানো। তখনই দ্বিতীয় সিজদা আদায় করার পর দাঁড়ালে আপনার নামাজ হয়ে যেত।
উল্লেখ্য, নামাজে যথাযথ মনোযোগ ও খুশুখুজু না থাকলে, একাগ্র মনে আল্লাহমুখী হয়ে নামাজ না পড়লে নামাজের সওয়াব পুরোপুরি পাওয়া যায় না। রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন, এমন অনেক লোক আছে যারা নামাজ পড়ে কিন্তু তাদের নামাজ পুরাপুরি কবুল না হওয়ায় পূর্ণ সওয়াব তারা পায় না। তাদের কেউ দশ ভাগের এক ভাগ, কেউ নয় ভাগের এক ভাগ, আট ভাগের এক ভাগ, সাত ভাগের এক ভাগ, ছয় ভাগের এক ভাগ, পাঁচ ভাগের এক ভাগ, চার ভাগের এক ভাগ, তিন ভাগের এক ভাগ বা দুই ভাগের এক ভাগ সওয়াব পেয়ে থাকে। (সুনানে আবু দাউদ)
তাই ঘুম ঘুম ভাব নিয়ে নামাজ আদায় করা ঠিক নয়। আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) ঘুম ভাব নিয়ে নামাজ পড়তে নিষেধ করে বলেন, তোমাদের কারো যখন নামাজে ঘুম আসে তখন সে যেন (নামাজ ছেড়ে) এতটুকু ঘুমিয়ে নেয় যে সে বুঝতে পারে সে কী পড়ছে। (সহিহ বুখারি)
তাই চোখে ঘুম থাকলে কিছুক্ষণ ঘুমিয়ে তারপর নামাজ পড়া উচিত। আর নামাজের সময় শেষ হয়ে আসতে থাকলে ঘুম দূর করে নামাজ আদায় করার চেষ্টা করা উচিত।
ওএফএফ/এমএস