রোজা রেখে টুথপেস্ট দিয়ে ব্রাশ করা যাবে কি?

ইসলাম ডেস্ক
ইসলাম ডেস্ক ইসলাম ডেস্ক
প্রকাশিত: ০৩:৪২ পিএম, ০১ এপ্রিল ২০২৩

রোজা রেখে দিনের বেলায় টুথ পাউডার, পেস্ট, মাজন ইত্যাদি দিয়ে ব্রাশ করা যাবে কি? এসব দিয়ে ব্রাশ করলে রোজার কোনো ক্ষতি হবে কি?

রোজা অবস্থায় দিনের বেলায় টুথপেস্ট, পাউডার বা মাজন দিয়ে ব্রাশ করা মাকরুহ। কারণ, তাতে মিষ্টি-তিতা নানান ধরনের স্বাদ থাকে। আর রোজা রেখে যে কোনো জিনিসের স্বাদ গ্রহণ করা মাকরুহ। কিন্তু এ সব যদি গলায় পৌঁছে যায় তবে রোজা ভেঙে যাবে।

তাই রমজান মাসে দিনের বেলায় টুথপেস্ট, পাউডার বা মাজন দিয়ে ব্রাশ করা থেকে বিরত থাকতে হবে। প্রয়োজনে টুথপেস্ট দিয়ে ব্রাশ করার পরিবর্তে মেসওয়াক ব্যবহার করা যেতে পারে। মেসওয়াকে কোনো ক্ষতি নেই। (আল বাহরুর রায়েক ২/২৭৯)

এমএমএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।