ইফতার ও সেহরির সময়: ২৮ রমজান ১৪৪৪ হিজরি

ইসলাম ডেস্ক
ইসলাম ডেস্ক ইসলাম ডেস্ক
প্রকাশিত: ০৪:২০ পিএম, ২০ এপ্রিল ২০২৩

আজ বৃহস্পতিবার। ২৮ রমজান ১৪৪৪ হিজরি। ২০ এপ্রিল ২০২৩ইং। ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক ঘোষিত ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার জন্য আজকের সেহরি ও ইফতারের সময়সূচিসহ ইফতারের দোয়া ও সেহরির নিয়ত তুলে ধরা হলো-

> ইফতার – ৬:২৬ মিনিট।
> সেহরির শেষ সময় (২৯ রমজান, ২১ এপ্রিল) – ৪:০৮ মিনিট।

তবে দূরত্ব অনুযায়ী ঢাকার সময়ের সঙ্গে সর্বোচ্চ ৯ মিনিট পর্যন্ত যোগ-বিয়োগ করে দেশের বিভিন্ন অঞ্চলের মানুষকে সেহরি ও ইফতার করতে হবে বলে জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।
jagonews24

ইফতারের দোয়া
بِسْمِ الله - اَللَّهُمَّ لَكَ صُمْتُ وَ عَلَى رِزْقِكَ اَفْطَرْتُ
উচ্চারণ : ‘বিসমিল্লাহি আল্লাহুম্মা লাকা সুমতু, ওয়া আ’লা রিযক্বিকা আফত্বারতু।
অর্থ : ‘আল্লাহর নামে (শুরু করছি); হে আল্লাহ! আমি তোমারই জন্যে রোজা রেখেছি এবং তোমারই দেওয়া রিজিক দ্বারা ইফতার করছি। (আবু দাউদ, মিশকাত)

সেহরির পর রোজার নিয়ত
بِصَوْمِ غَدًا نَوَيْتُ مِنْ شَهْرِ رَمَضَان
উচ্চারণ : বিসাওমি গাদান নাওয়াইতু মিন শাহরি রামাদান।
অর্থ : আমি রমজান মাসের আগামীকালের রোজা রাখার নিয়ত করছি।

এমএমএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।