নামাজে তিলাওয়াতের সিজদা করতে ভুলে গেলে করণীয়

ইসলাম ডেস্ক
ইসলাম ডেস্ক ইসলাম ডেস্ক
প্রকাশিত: ০২:৪৭ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২৪
ছবি: সংগৃহীত

নামাজে সিজদার আয়াত তিলাওয়াত করা হলে নামাজের ভেতরেই তা আদায় করা জরুরি, নামাজের তিলাওয়াতের সিজদা নামাজের বাইরে আদায় করা যায় না।

কেউ যদি নামাজের কেরাতে সিজদার আয়াত পড়ে সিজদা করতে ভুলে যায়, তাহলে নামাজের ভেতরে যখনই মনে পড়বে, সিজদা আদায় করে নেবে। সিজদার আয়াত পড়ার পরপর অথবা এক দুই আয়াত পড়ার পর সিজদা করলে সাহু সিজদা দিতে হবে না। যদি আরও পরে মনে পড়ে তাহলে তখন সিজদা করবে এবং নামাজের শেষে সাহু সিজদা দিতে হবে।

নামাজের ভেতর তিলাওয়াতের সিজদা আদায় করা না হলে ওই সিজদা নামাজের বাইরে আদায় করার আর ‍সুযোগ থাকে না।

ইমাম আবু হানিফার (রহ.) মতে কোরআনে এ রকম ১৪টি আয়াত আছে যেগুলো পড়লে বা শুনলে সিজদা দেওয়া ওয়াজিব। আয়াতগুলো হলো (১) সুরা আরাফের ২০৬ নং আয়াত, (২) সুরা রাদের ১৫ নং আয়াত, (৩) সুরা নাহলের ৪৯ নং আয়াত, (৪) সুরা বনি ইসরাইলের ১০৯ নং আয়াত, (৫) সুরা মারিয়ামের ৫৮ নং আয়াত, (৬) সুরা হজের ১৮ নং আয়াত, (৭) সুরা ফোরকানের ৬০ নং আয়াত, (৮) সুরা নামলের ২৬ নং আয়াত, (৯) সুরা সিজদার ১৫ নং আয়াত, (১০) সুরা সোয়াদের ২৫ নং আয়াত, (১১) সুরা হা-মিম সিজদার ৩৮ নং আয়াত, (১২) সুরা নাজমের ৬২ নং আয়াত, (১৩) সুরা ইনশিকাকের ২১ নং আয়াত এবং (১৪) সুরা আলাকের ১৯ নং আয়াত।

ওএফএফ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।