আসরের পর তিলাওয়াতের সিজদা আদায় করা যাবে?

ইসলাম ডেস্ক
ইসলাম ডেস্ক ইসলাম ডেস্ক
প্রকাশিত: ০৪:৪২ পিএম, ১৭ এপ্রিল ২০২৪

আসরের ফরজ নামাজ পড়ে ফেলার পর থেকে সূর্য নিস্প্রভ ও হলুদ হয়ে যাওয়া পর্যন্ত নফল নামাজ পড়া মাকরুহ বা অপছন্দনীয়। আবু হোরায়রা (রা.) বলেন, রাসুল (সা.) আসরের পর সূর্যাস্ত পর্যন্ত নামাজ পড়তে নিষেধ করেছেন। (সহিহ মুসলিম: ১৯৫৭)

তবে এ সময় তিলাওয়াতের সিজদা আদায় করা মাকরুহ নয়। আসরের পর সূর্য নিস্প্রভ ও হলুদ হওয়া পর্যন্ত তিলাওয়াতের সিজদা আদায় করা যাবে।

যে সময়গুলোতে নফল নামাজ নিষিদ্ধ তথা সূর্যোদয়, সূর্যাস্ত ও দ্বিপ্রহরের সময় সিজদায়ে তিলাওয়াত আদায় করাও নিষিদ্ধ। তাই এ সময়গুলোতে সিজদা আদায় করা থেকে বিরত থাকতে হবে।

আগে সিজদার আয়াত তিলাওয়াত করে এ সময় সিজদা করলে সিজদা আদায়ই হবে না, পুনরায় তা আদায় করতে হবে। যদি এ সময় কারো ওপর তিলাওয়াতের সিজদা ওয়াজিব হয়, তার জন্যও এ সময় সিজদা আদায় না করে পরবর্তীতে আদায় করা উত্তম। তবে সে এ সময়ে সিজদা করলে তার সিজদা আদায় হয়ে যাবে।

ওএফএফ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।