ব্রণ গলে গেলে কি অজু ভেঙে যাবে?

ইসলাম ডেস্ক
ইসলাম ডেস্ক ইসলাম ডেস্ক
প্রকাশিত: ০২:২৭ পিএম, ১৯ এপ্রিল ২০২৪

অজু ভঙ্গের কারণসমূহের মধ্যে একটি হলো, শরীর থেকে প্রবাহিত রক্ত, পুঁজ বের হওয়া। কোনো কারণে শরীরের যে কোনো জায়গা থেকে যদি রক্ত বা পুঁজ বের হয়ে গড়িয়ে পড়ে অথবা গড়িয়ে পড়বে এই পরিমাণ তরল বের হয়, তাহলে অজু ভেঙে যায়।

কারো চেহারায় ওঠা ব্রণ গলে গেলে ব্রণের রক্ত বা পুঁজ যদি গড়িয়ে না পড়ে, ব্রণের রক্ত-পুঁজ মুছে নেওয়া হলে তা যদি এত কম হয় যে মুছে নেওয়া না হলেও গড়িয়ে পড়ত না, তাহলে ব্রণ গলে যাওয়ার কারণে ওই ব্যক্তির অজু ভাঙবে না। কিন্তু যদি রক্ত বা পুঁজ গড়িয়ে পড়ে কিংবা না মুছলে গড়িয়ে পড়ত এত বেশি রক্ত-পুঁজ বের হয়, তাহলে অজু ভেঙ্গে যাবে।

একইভাবে দাঁত বা মাড়ি থেকে অল্প রক্ত বের হলে অজু ভাঙবে না। যদি বেশি রক্ত বের হয়, তাহলে অজু ভেঙে যাবে। থুথু ফেললে যদি দেখা যায় থুথুতে রক্তের পরিমাণ থুথুর চেয়ে কম, তাহলে অজু ভাঙবে না। রক্তের পরিমাণ যদি থুথুর সমান বা বেশি হয়, তাহলে অজু ভেঙে যাবে।

ওএফএফ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।