নামাজরত ব্যক্তির দিকে মুখ করে বসার বিধান

ইসলাম ডেস্ক
ইসলাম ডেস্ক ইসলাম ডেস্ক
প্রকাশিত: ০৩:০০ পিএম, ১৯ এপ্রিল ২০২৪

নামাজি ব্যক্তির সামনে কোনো আড়াল না থাকলে তার বরাবর মুখ করে বসা বা দাঁড়ানো মাকরুহ তাহরিমি।

ফজর ও আসরের নামাজের সালাম ফেরানোর পর সাধারণত ইমাম মুসল্লিদের দিকে মুখ করে বসেন। মুক্তাদিদের মধ্যে যদি দ্বিতীয় বা তৃতীয় কাতারে ইমামের বরাবর সামনে মাসবুক ব্যক্তি নামাজরত থাকে, তাহলে অসুবিধা নেই। যেহেতু সামনের কাতারের মুসল্লিরা মাসবুক ব্যক্তিদের সামনে আড়াল হিসেবে থাকে। ইমামের বরাবর পেছনে প্রথম কাতারেই যদি কোনো মাসবুক ব্যক্তি নামাজরত থাকে, তাহলে তার দিকে মুখ করে বসা থেকে বিরত থাকতে হবে।

নামাজের জামাতে ইমাম প্রথম রাকাতের রুকু আদায় করে ফেলার পর কেউ অংশগ্রহণ করলে তাকে মাসবুক বলা হয়। মাসবুক ব্যক্তি ইমামের নামাজ শেষ হওয়ার পর ইমামের সাথে সালাম ফেরাবে না। ইমামের দুদিকে সালাম ফেরানো হলে উঠে দাড়াবে এবং যথারীতি বাকি নামাজ আদায় করে সালাম ফেরাবে।

ওএফএফ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।