খাদ্য-শস্য মজুত করার বিধান

ইসলাম ডেস্ক
ইসলাম ডেস্ক ইসলাম ডেস্ক
প্রকাশিত: ০৩:২৮ পিএম, ১৮ মে ২০২৪

বাজারে কৃত্রিম সংকট সৃষ্টির উদ্দেশ্যে খাদ্য-শস্য মজুত করা ইসলামে নিষিদ্ধ। আল্লাহর রাসুল নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন-

مَنِ احْتَكَرَ فَهُوَ خَاطِئٌ

যে ব্যক্তি (খাদ্য ও প্রয়োজনীয় সামগ্রী) মজুত করে সে গুনাহগার। (সহিহ মুসলিম: ১৬০৫) 

ফকিহদের মতে এ হাদিসটি এবং এ সংক্রান্ত অন্যান্য হাদিস বাজারে সংকট সৃষ্টি হয়, মানুষ অভাব অনটনের শিকার হয় এবং দ্রব্যমূল্য অস্বাভাবিক বেড়ে যায় -এ রকম মজুতকরণের ক্ষেত্রে। এ ধরনের মজুতকরণ নাজায়েজ। সরকারের  কর্তব্য এ ধরনের মজুতকরণের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা। 

আর যদি খাদ্যশস্য গুদামজাত বা মজুত করার ব্যপারটি সাধারণ পর্যায়ের হয়, কোনো শস্য বেশি ফলনের সময় গুদামজাত করে সাধারণভাবে দাম বেড়ে যাওয়ার পর বিক্রি করা হয় এবং সে কারণে বাজারে ওই পণ্যের সংকট সৃষ্টি না হয়, মানুষ কষ্টে না পড়ে এবং অস্বাভাবিক দাম বেড়ে না যায়, তাহলে তা নাজায়েজ নয়।

ওএফএফ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।