ঐতিহাসিক ইসলামি নৌবাহিনী গঠিত হয়েছিল ৫ রমজান


প্রকাশিত: ১১:৩৯ এএম, ০১ জুন ২০১৭

রহমত, মাগফেরাত ও নাজাতের বার্তা নিয়ে প্রতি বছরই পবিত্র রমজান মাস মানুষের নিকট ফিরে আসে। সৃষ্টির সূচনালগ্ন থেকেই এ পবিত্র মাসে ঘটেছে অসংখ্য ঘটনা।

মানবতার মুক্তির লক্ষ্যে আল্লাহ তাআলা সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহাগ্রন্থ আল-কুরআনুল কারিমও এ মাসেই নাজিল করেছেন। এ মাসেই আল্লাহ তাআলা ইসলামের সুমহান বিজয় দান করেছেন। মুসলিম উম্মাহর জন্য অনেক মূল্যবান ও মর্যাদার উপদেশ এবং শিক্ষা গ্রহণের মাস রমজান।

বিজ্ঞাপন

আজ রমজান মাসের রহমতের দশকের ৫ম দিন। ইতিহাসের আজকের দিনের স্মরণীয় উল্লেখ্যযোগ্য ঘটনা হলো-

Vision

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

>> আব্দুর রহমান আদ দাখিলের জন্ম
আবদুর রহমান আদ দাখিল। স্পেনে উমাইয়া খেলাফতের প্রতিষ্ঠাতা। তিনি ১১৩ হিজরি সনের ৫ রমজান মোতাবেক ৯ নভেম্বর ৭৩১ খ্রিস্টাব্দে দামেস্কে জন্ম গ্রহণ করেন। তিনি উমাইয়া খেলাফতের প্রতিষ্ঠা করে নিজেকে খলিফা ঘোষণা করেন।

>> ইসলামি নৌবাহিনী গঠন
৫৭৮ হিজরির রমজান মাসের ৫ তারিখ সুলতান সালাহ উদ্দিন আইয়ুবী মিসরের আলেকজান্দ্রিয়াতে ইসলামি নৌবাহিনী গঠনের নির্দেশ দেন।

সুলতান সালাহউদ্দিন আইয়ুবীর নির্দেশক্রমে কাঠের নৌকা তৈরি করে তাতে সমরাস্ত্র সজ্জিত করে ইসলামি নৌবাহিনী গঠন করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এমএমএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।