মানুষের পারস্পরিক অধিকার ঘোষণায় প্রিয়নবি

ধর্ম ডেস্ক
ধর্ম ডেস্ক ধর্ম ডেস্ক
প্রকাশিত: ০৮:১৫ এএম, ০৩ মে ২০১৮

মানুষের অধিকার আদায়ে বিশ্ব মানবতার জন্য যিনি অমর কালজয়ী আদর্শ তিনি হলেন প্রিয়নবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। তিনি মানবতা ও অধিকারের এক অনন্য দৃষ্টান্ত।

উম্মতের জন্য তিনি অধিকারের এমন কোনো বিষয় নেই যার বর্ণনা তিনি মানুষকে নসিহত করেননি। মানুষের সঙ্গে ব্যক্তিগত, পরিবারিক ও সামাজিক সম্পর্ক রক্ষায় রয়েছে কিছু হক বা অধিকার।

প্রিয়নবি বিশ্ব মানবতার জন্য এ অধিকারগুলো তুলে ধরেছেন-

হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘এক মুসলিমের ওপর অপর মুসলিমে ৬টি হক বা অধিকার রয়েছে। অধিকারগুলো সম্পর্কে প্রশ্ন করা হলে প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন-

>> কোনো মুসলিম ভাইয়ের সঙ্গে দেখা হলে তাকে সালাম দেয়া;

>> যখন তোমাকে সে দাওয়াত দেবে, তা গ্রহণ করবে;

>> যখন সে তোমার কাছে কল্যাণ কামনা করবে, তখন তার কল্যাণ সাধন করা;

>> যখন সে হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ’ বলবে, তখন তার উত্তর দেবে;

>> সে অসুস্থ হয়ে পড়লে তার সেবা করবে এবং

>> তার মৃত্যু হলে তার জানাযায় অংশগ্রহণ করবে।’ (মুসলিম)

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে প্রিয়নবির ঘোষিত পারস্পরিক হক বা অধিকার আদায়ের তাওফিক দান করুন। সুন্নতি জীবন যাপন করে পরকালের সফলতা লাভের তাওফিক দান করুন। আমিন।

এমএমএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।