কর্ম সম্পাদনে আল্লাহর রহমত কামনার দোয়া


প্রকাশিত: ১১:০৩ এএম, ০৩ মে ২০১৬

আল্লাহ তাআলা কুরআনে কারিমে বান্দাকে উদ্দেশ্য করে বলেছেন, আমাকে ডাকো বা আমার কাছে চাও। আমি তোমার ডাকে সাড়া দিবো বা তোমার চাহিদা পূরণ করবো। এভাবেই আল্লাহ তাআলা বান্দাকে তাঁর নিকট সাহায্য প্রার্থনার জন্য উৎসাহিত করেছেন। আছহাফে কাহাফের ঘটনাই তার প্রমাণ। অত্যাচারী বাদশার আক্রমণ থেকে বাঁচতে দেশ ছেড়ে পলায়নকারী আল্লাহ বান্দারা পাহাড়ের গুহায় অবস্থান নেয়। তখন তারা তাদের উপর কর্তব্য কাজ যেন সঠিকভাবে পালন করতে পারেন, সে জন্য আল্লাহর নিকট দোয়া করেছিলেন। দোয়াটি সবার জন্য তুলে ধরা হলো-

Doa

উচ্চারণ : রাব্বানা- আ-তিনা মিল্লা দুংকা রাহমাতাওঁ ওয়া হাইয়্যিই’ লানা- মিন আমরিনা- রাশাদা। (সুরা কাহাফ : আয়াত ১০)
 
অর্থ : ‘হে আমাদের প্রভু! আমাদেরকে আপনার নিকট থেকে রহমত দান করুন এবং আমাদের জন্য আমাদের কাজ সঠিকভাবে সম্পূর্ণ করার তাওফিক দান করুন।

সুতরাং মুসলিম বান্দার উচিত, ঘরে-বাইরে, অফিস-আদালতে, ব্যবসা-বাণিজ্যে, দেশে-প্রবাসে যে যেখানেই থাকুক, নিজ নিজ কর্ম সুন্দরভাবে সম্পাদনের জন্য এ দোয়ার মাধ্যমে আল্লাহর সাহায্য কামনা করা।

আল্লাহ তাআলা সবাইকে এ দোয়ার মাধ্যমে তাঁর নিকট সাহায্য লাভ করার তাওফিক দান করুন। আমিন।

এমএমএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।