মর্তলোকে আসছেন দেবী

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১২:১৬ পিএম, ০৬ অক্টোবর ২০২১

শুভ মহালয়ার মধ্য দিয়ে শুরু হয়ে গেছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার ক্ষণগণনা। মহালয়াকে দুর্গোৎসবের পুণ্যলগ্ন মনে করা হয়ে থাকে। মূলত এ দিন থেকেই শুরু হয় দেবীপক্ষ। শ্রী শ্রী চণ্ডীপাঠের মধ্য দিয়ে দেবী দুর্গার আবাহনই মহালয়া হিসেবে পরিচিত। এ চন্ডীতেই দেবীর সৃষ্টির বর্ণনা নিহিত। ফলে দুর্গাপূজার একটি মাহাত্ম্যপূর্ণ অনুষঙ্গ এ মহালয়া। মূলত পিতৃপক্ষের অবসান ও দেবীপক্ষের শুভারম্ভেই শুরু হয় মহালয়ার ক্ষণ। মহালয়ার দেবীর আগমনের বার্তা দেয়। অর্থাৎ মহালয়ার ঠিক পাঁচ দিন পরই দেবীর আগমন ঘটবে।

পঞ্জিকা মতে, এ বছর ঘোড়ায় চড়ে ধুলি উড়িয়ে আগমন হবে দেবীর, বিদায় নেবেন দোলায় চড়ে। মহালয়ার পাঁচদিন পর অর্থাৎ আগামী ১১ অক্টোবর বোধনের মধ্য দিয়ে মহাষষ্ঠী শুরু হবে। ১৫ অক্টোবর হবে দেবী বিসর্জন।

বুধবার (৬ অক্টোবর) সকালে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে মহানগর সার্বজনীন পূজা উদযাপন কমিটি ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্যোগে উদযাপিত হয় মহালয়া। ভোরে চণ্ডীপাঠের মধ্য দিয়ে মর্ত্যলোকে আমন্ত্রণ জানানো হয় দেবীকে। এর মধ্য দিয়েই দুর্গাপূজার আনুষ্ঠানিকতারও শুরু হলো। অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী

গুলশান-বনানী সর্বজনীন পূজা ফাউন্ডেশনের উদ্যোগে রাজধানীর বনানী মাঠে মহালয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

jagonews24

এসময় তথ্যমন্ত্রী বলেন, আমাদের এ দেশ অর্জিত হয়েছে হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান সবার মিলিত রক্তস্রোতের বিনিময়ে। সাম্প্রদায়িক রাষ্ট্রব্যবস্থা থেকে বেরিয়ে এসে অসাম্প্রদায়িক বাঙালিদের জন্য একটি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমাদের দেশ রচিত হয়েছে। সব ধর্মের বাণী হচ্ছে - মানুষের কল্যাণ। এমনকি কোনো কোনো ধর্ম জীবের কল্যাণের কথাও বলেছে।

তিনি বলেন, ধর্মের মূলবাণী বুকে ধারণ করে যদি আমরা অনুশীলন করি, তবে পৃথিবী অনেক শান্ত হয়ে যাবে। কিন্তু পৃথিবীতে আমরা ধর্মের অনেক অপব্যাখ্যা দেখি। অপব্যাখ্যা করে মানুষকে ভুল পথে পরিচালিত করার অপচেষ্টাও হয়। সে কারণে পৃথিবীর বিভিন্ন জায়গায় হানাহানি হয়। তবে কোনো ধর্মই হানাহানির কথা বলেনি।

এদিকে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জানিয়েছে, আগামী ১১ অক্টোবর বোধনের মধ্য দিয়ে শুরু হবে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। ১১ অক্টোবর ষষ্ঠী, ১২ অক্টোবর সপ্তমী, ১৩ অক্টোবর অষ্টমী, ১৪ অক্টোবর নবমী এবং ১৫ অক্টোবর দশমীর মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি ঘটবে।

বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ জানিয়েছে, গত বছর সারাদেশে দুর্গাপূজার মণ্ডপের সংখ্যা ছিল ৩০ হাজার ২১৩টি। এবার এ সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২ হাজার ১১৮টিতে। এ বছর রাজধানীতে পূজা মণ্ডপের সংখ্যা ২৩৮টি।

এমকেআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।