প্রিমিয়ার ক্রিকেট লিগ চলবে নাকি বন্ধ হবে?

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৮:২৩ পিএম, ১৮ মার্চ ২০২০

করোনা ভাইরাস এখন মূর্তিমান আতঙ্ক। এ ভাইরাসের সংক্রমণ থেকে নিরাপদে থাকার প্রথম ও প্রধান পদক্ষেপ হিসেবে জনসমাগম, জনসমাবেশ থেকে এড়িয়ে চলার কথা বলা হচ্ছে।

গোটা বিশ্বের প্রায় সব দেশে খেলাধুলা আয়োজনেও চলে এসেছে নিষেধাজ্ঞা। ফুটবল, ক্রিকেটসহ জনপ্রিয় খেলাগুলোর বৈশ্বিক আয়োজন স্থগিত। ভারত-দক্ষিণ আফ্রিকার সিরিজ, অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড সিরিজ সবই আপাতততঃ স্থগিত। পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি আসর পিএসএলও সেমিফাইনালের আগে বন্ধ করে দেয়া হয়েছে।

করোনা ভাইরাসের শঙ্কা ঝেঁকে বসেছে বাংলাদেশের ঘরোয়া ক্রীড়াঙ্গনেও। পেশাদার ফুটবল লিগ বন্ধ করে দেয়া হয়েছে ৩১ মার্চ পর্যন্ত। ক্লাব ক্রিকেটের জনপ্রিয় আসর ঢাকা প্রিমিয়ার লিগের এক রাউন্ডও (১৮-১৯) আপাততঃ স্থগিত রাখার ঘোষণা দিয়েছে সিসিডিএম তথা বিসিবি।

এখন প্রশ্ন উঠেছে, দেশের সব জনসমাগম ও জনসমাবেশ আপাততঃ স্থগিত। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ‘মুজিববর্ষ’ উদযাপনের আকার, পরিধি কমিয়ে আনা হয়েছে। জনসমাগম বেশি এমন অনুষ্ঠানও আপাততঃ স্থগিত রাখা হয়েছে।

এর মধ্যে আজ বুধবার করোনা আক্রান্ত একজনের মৃত্যুও ঘটেছে। এরকম পরিস্থিতিতে ঢাকার ক্লাব ক্রিকেট চলা মানেই বাড়তি শঙ্কা ও উদ্বেগ; কিন্তু বিসিবি এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে প্রিমিয়ার লিগ বন্ধের ঘোষণা দেয়নি।

গত ১৬ মার্চ প্রথম পর্বের খেলা শেষে এক বিজ্ঞপ্তিতে ১৮ ও ১৯ মার্চ দ্বিতীয় পর্ব বন্ধ রাখার কথা বলা হয়েছে শুধু। এখন প্রশ্ন উঠেছে, কাল ১৯ মার্চ বৃহস্পতিবারই শেষ হয়ে যাচ্ছে সে সময়সীমা। তবে কি বিসিবি ২০ মার্চ থেকে আবার প্রিমিয়ার লিগ শুরু কথা ভাবছে?

ক্লাবগুলো কিন্তু নিয়মিত অনুশীলন চালিয়ে যাচ্ছে। গতকাল ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকীর দিনেও শেরে বাংলার একাডেমি মাঠে চুটিয়ে অনুশীলন চলেছে। আজ বুধবারও প্রায় সারা দিন ক্রিকেটার ও কোচদের উপস্থিতিতে সরব ছিল বিসিবি একাডেমি মাঠ।

তবে কি পরশু ২০ মার্চ আবার মাঠে গড়াবে প্রিমিয়ার লিগ? ক্লাবগুলো কি সে চিন্তাতেই অনুশীলন চালিয়ে যাচ্ছে? প্রিমিয়ার লিগ আয়োজক ও ব্যবস্থাপক কমিটি সিসিডিএম সদস্য সচিব আলী হোসেন এ সময়োচিত ও গুরুত্বপূর্ণ প্রশ্নের সঠিক জবাব দিতে পারেননি।

তার কথা, ‘লিগ আদৌ শুরু হবে কি না? নাকি অন্য সবকিছুর মত ৩১ মার্চ পর্যন্ত বন্ধ রাখা হবে? সেটা আসলে বিসিবির সিদ্ধান্ত। বিসিবি যা জানাবে, সিসিডিএম সেটাই করবে।’

সিসিডিএম সম্পাদক আলী হোসেন আজ বুধবার সন্ধ্যায় জাগো নিউজকে একটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তিনি জানিয়েছেন, আগামীকাল বৃহস্পতিবার বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন বোর্ডে আসবেন এবং তিনিই জানাবেন, লিগ চলবে নাকি ৩১ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে।

বিসিবির উচ্চ পর্যায়ের দায়িত্বশীল সূত্রে জানাগেছে, কাল সকাল গড়িয়ে দুপুর নামার আগেই হয়ত বোর্ডে যাবেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এবং খুব সম্ভবত তিনি লিগ বন্ধ রাখার ঘোষণাই দেবেন।

বলার অপেক্ষা রাখে না, ‘করোনা ভাইরাস পরিস্থিতি এমন এক পর্যায়ে, তাতে বর্তমান প্রেক্ষাপটে প্রিমিয়ার লিগ চালানোর অর্থ একটা বড়সড় ঝুঁকি এবং সরকারের উচ্চ পর্যায় থেকেও সব ধরনের জনসমাগম ও সমাবেশ বন্ধ রাখার কথা বলা হয়েছে। মাঠে দর্শক যত কমই যাক না কেন, লিগ চালানোর অর্থ ক্রিকেটারদের বড় ধরনের ঝুঁকিতে ফেলে দেয়া। তাই বিসিবির পক্ষ থেকে নিশ্চিতভাবেই হয়ত লিগ বন্ধ রখার ঘোষণাই আসছে।’

এআরবি/আইএইচএস/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।