করোনা সংকটে কর্মচারীদের চাকরি বাঁচাতে ব্যবসা বদলালেন ব্রড
করোনার এই সংকটে অনেক ব্যবসাই বন্ধ হয়ে যাচ্ছে। ফলে বেকার হয়ে পড়ছেন সেখানকার কর্মচারীরা। এমনই এক সংকটে পড়তে যাচ্ছিলেন ইংলিশ ক্রিকেটার স্টুয়ার্ট ব্রডের মদের বারের কর্মচারীরা।
তবে ব্রড তার কর্মচারীদের চাকরি বাঁচাতে ব্যবসাই বদলে ফেললেন। লেস্টারশায়ারে মদের দোকান ভেঙে সেখানে খাবারের দোকান দিচ্ছেন সাবেক এই ইংলিশ পেসার।
দুই ইংলিশ ক্রিকেটার স্টুয়ার্ট ব্রড ও হ্যারি গার্নির যৌথ মালিকানাধীন মদের দোকানটিতে এখন থেকে আর মদ পাওয়া যাবে না। সেখানে বিক্রি হবে নিত্য প্রয়োজনীয় পণ্য এবং খাবার।
জনসমাগম যেখানে হয়, এমন ব্যবসা প্রতিষ্ঠান সরকারি নির্দেশনায় বন্ধ হয়ে যাওয়ায় বেকার হয়ে পড়ার কথা ছিল ব্রডদের দোকানের ২০ জন ফুলটাইম কর্মচারীর। কিন্তু এমন সংকটে কর্মচারীদের বিপদের কথা ভেবে জরুরি উদ্যোগ নিয়েছেন ব্রড-গার্নি।
একটি ক্রিকেট ওয়েবসাইটে দেওয়া সাক্ষাতকারে গার্নি বলেন, ‘গত সোমবার যখন প্রধানমন্ত্রী পাবগুলো (মদের বার) এড়িয়ে চলার কথা বলেন, সেদিন থেকেই আমরা এটা শুরু করেছি। শুক্রবার পাবগুলো বন্ধ করে দেওয়া হয়। যে ভাবনা থেকে আমরা এটা শুরু করেছি তা হলো চাকরি রক্ষা করা। কারণ, আমরা জানতাম যে পাবগুলোর ব্যবসা রাতারাতি শেষ হয়ে যাবে। আমাদের এখানে এমন কিছু লোক কাজ করে যারা তাদের লোনের কিস্তি পরিশোধের জন্য বেতনের ওপর নির্ভরশীল। আমরা চেয়েছি উপার্জনের একটি উপায় বের করতে, যাতে আমরা সংকটকালীন সময়ে তাদের বেতন দিতে পারি।’
এমএমআর/পিআর