ক্রিকেট বাঁচাতে ৬৩৬ কোটি টাকার প্যাকেজ ঘোষণা ইসিবির

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৮:২৯ এএম, ০১ এপ্রিল ২০২০

করোনাভাইরাসের কারণে থমকে আছে সবধরনের ক্রিকেট। একপ্রকার বন্দী অবস্থায় কাটছে ক্রিকেটারদের সময়। মাঠে খেলা না থাকায় আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে ক্রিকেট বোর্ডগুলো। ফলে ফুটবলের মতো ক্রিকেটেও খেলোয়াড়দের বেতন কাটা হবে- এমন গুঞ্জন শোনা যাচ্ছিল কয়েকদিন ধরেই।

কিন্তু এক্ষেত্রে ব্যতিক্রম ইংলিশ ক্রিকেট বোর্ড (ইসিবি)। করোনার কারণে ক্রিকেটের যে ক্ষতি হচ্ছে বা হবে, তা পুষিয়ে নিতে নিজেদের ফান্ড থেকে ৬১ মিলিয়ন পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় ৬৩৬ কোটি টাকার বেশি) 'সাহায্য প্যাকেজ' হিসেবে ঘোষণা দিয়েছে ইংল্যান্ড ক্রিকেটের অভিভাবক সংস্থাটি।

এই বিশাল অঙ্কের প্যাকেজ ঘোষণা করে বর্তমান পরিস্থিতিকে নিজেদের ইতিহাসের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে অভিহিত করেছেন বোর্ডের প্রধান নির্বাহী টম হ্যারিসন। একইসঙ্গে তিনি জানিয়েছেন এই ৬৪২ কোটি টাকা কোথায় কীভাবে খরচ হবে।

প্রাথমিকভাবে ৪০ মিলিয়ন পাউন্ড (প্রায় ৪১৭ কোটি টাকা) সাহায্য দেবে ইসিবি। যা দিয়ে দেখভাল করা হবে প্রতিযোগিতামূলক ক্রিকেট। এরপর বিনোদনমূলক ক্রিকেটের জন্য আরও ২১ মিলিয়ন পাউন্ডের (প্রায় ২১৯ কোটি টাকা) জোগান দেয়া হবে বোর্ডের পক্ষ থেকে।

টম হ্যারিসন শঙ্কা প্রকাশ করেছেন যে, করোনাভাইরাসের কারণে যদি ইংলিশ সামারের বড় একটা সময় নষ্ট হয়ে যায়, তাহলে সামনে আরও দুঃসময় অপেক্ষা করছে। তবে আপাতত বর্তমান পরিস্থিতি মাথায় রেখে কিছু নির্দেশনাও দিয়েছেন বোর্ডের প্রধান নির্বাহী।

ইসিবির নির্দেশনা মোতাবেক, কেন্দ্রীয় চুক্তিতে থাকা খেলোয়াড়দের বেতন কাটা হবে না, এমনকি চুক্তি স্থগিতও করা হবে না। তবে বোর্ডের কিছু স্টাফকে সাময়িক ছুটিতে পাঠানো যায় কি না, তা ভেবে দেখা হবে। তাদের বেতন দেয়ার ক্ষেত্রেও স্বচ্ছ পরিকল্পনা রয়েছে ইসিবির।

শুধু তাই নয়, করোনা পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেলে সূচির দাবি মেটানোর জন্য, একইসময়ে ইংল্যান্ডের দুই দলকে মাঠে দেখা যেতে পারে। প্রয়োজনে দর্শকশূন্য গ্যালারিতে ক্লোজ ডোর ম্যাচ আয়োজন করার ব্যাপারে সরকারের সঙ্গে আলোচনা করবে বোর্ড।

আপাতত আগামী ২৮ মে পর্যন্ত স্থগিত রয়েছে ইংল্যান্ডের সবধরনের ক্রিকেট। বোর্ডের ইচ্ছা, স্থগিতাদেশ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে মাঠের ক্রিকেট শুরু করে দেয়া। এক্ষেত্রে গুরুত্ব অনুযায়ী সিরিজ বা টুর্নামেন্টগুলোর সূচি করবে ইসিবি।

এসএএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।