বিশ্বকাপের ব্যাট নিলামে তুলে দিলেন ভারতীয় এই তারকা

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৮:১০ পিএম, ২০ এপ্রিল ২০২০

করোনার এই দুঃসময়ে অনেকেই অসহায়দের সাহায্যে এগিয়ে আসছেন। যে যেভাবে পারছেন সাহায্য করছেন। এবার একটি দাতব্য সংস্থার জন্য নিজের বিশ্বকাপ ক্রিকেটে খেলা ব্যাটসহ সাধের অনেক স্মারক নিলামে তুলে দিলেন ভারতীয় ব্যাটসম্যান লোকেশ রাহুল। তার নিজস্ব ব্র্যান্ড 'গালি'ও এই কাজে অংশীদার।

কদিন আগেই ২৮তম জন্মদিন পালন করা রাহুল বলেন, ‘বিশেষ দিনে আমি আর গালি সিদ্ধান্ত নেই দারুণ এবং খুব স্পেশাল কিছু করার। আমি সিদ্ধান্ত নেই আমার ক্রিকেট প্যাড, গ্লাভস, হেলমেট এবং কয়েকটি জার্সি আমাদের সহযোগী ভারত আর্মিকে দান করার। তারা এটা নিলাম করে সেখান থেকে প্রাপ্ত অর্থ অ্যাওয়ার ফাউন্ডেশনকে দেবে।’

দাতব্য সংস্থাটির পরিচয় দিতে গিয়ে রাহুল বলেন, ‘এটা এমন একটি সংস্থা, যারা শিশুদের সাহায্য করে। এটা খুবই স্পেশাল। এমন একটি কাজ করার জন্য এর চেয়ে ভালো দিন আমি আর পেতাম না।’

রাহুলের সমাজসেবামূলক কর্মকাণ্ডে যুক্ত হওয়ার বিষয়টি অবশ্য নতুন নয়। অতীতেও কয়েকটি প্রাণী রক্ষা সংগঠনে দান করেছেন ভারতীয় এই ব্যাটসম্যান।

গত বছর ক্যানসারে আক্রান্ত একটি শিশুর চিকিৎসার সম্পূর্ণ ব্যয়ভার বহন করেন রাহুল। এছাড়া দাতব্য সংগঠনগুলোকে সমর্থনের জন্য সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেক কাজ করে থাকেন তিনি।

এমএমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।