‘আগে স্কুল খোলা হোক, খেলার কথা পরে দেখা যাবে’

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:৩৯ পিএম, ২৫ এপ্রিল ২০২০

করোনাভাইরাস পরিস্থিতির কারণে গোটা ভারত আগামী ৩ মে পর্যন্ত লকডাউনে রাখা হয়েছে। ফলে পুরোপুরি স্থবির নাগরিক জীবন। জরুরি সেবার খাত ছাড়া বাকিসব একদম বন্ধ। ঘরে বন্দী সবাই।

এমন অবস্থায় খেলাধুলার চেয়ে মানুষের স্বাভাবিক জীবন নিয়ে বেশি চিন্তিত ভারতের সাবেক অধিনায়ক কপিল দেব। তার মতে এখন খেলা শুরুর কথা ভাবার চেয়ে, কবে স্কুল-কলেজ খোলা যায়- সেটিই ভাবা উচিৎ।

এক ভিডিও সাক্ষাৎকারে খেলাধুলা স্থগিত থাকার বিষয়ে জিজ্ঞেস করা হলে ভারতের প্রথম বিশ্বকাপজয়ী অধিনায়ক বলেন, ‘আমি বৃহৎ পরিসরে ভাবতে চাই। আপনার কি মনে হয় আমাদের কথা বলার জন্য ক্রিকেটই একমাত্র বিষয়?’

নিজের চিন্তার বিষয় উল্লেখ করে তিনি আরও বলেন, ‘আমি আরও বেশি চিন্তিত আমাদের তরুণ প্রজন্মকে নিয়ে। ওরা স্কুল-কলেজে যেতে পারছে না। তাই আমি আগে স্কুল-কলেজ খোলার পক্ষে। ক্রিকেট, ফুটবল এমনিই শুরু হয়ে যাবে পরে।’

এসময় কথা ওঠে শোয়েব আখতারের প্রস্তাবিত ভারত-পাকিস্তানের মধ্যকার সিরিজ নিয়েও। যা দিয়ে করোনা দুর্গতদের সাহায্যের কথা বলেছেন পাকিস্তানের সাবেক পেসার। ভারতের অন্যান্য সাবেক ক্রিকেটারদের মতো কপিলও উড়িয়ে দিয়েছেন এই সিরিজ হওয়ার সম্ভাবনা।

তিনি বলেন, ‘আপনি হয়তো আবেগের বশে বলে দিতে পারেন যে, ভারত-পাকিস্তানের ম্যাচ খেলা উচিৎ। কিন্তু এখন খেলাধুলা গুরুত্ব পাওয়া উচিৎ নয়। আপনার যদি টাকার প্রয়োজন হয় তাহলে সীমান্তে অস্থিরতা বন্ধ করুন। আপনার যদি সত্যিই টাকার প্রয়োজন হয় তাহলে আমাদের অনেক ধর্মীয় প্রতিষ্ঠান আছে, তারা এগিয়ে আসবে। এটা তাদেরও দায়িত্ব। আমরা ধর্মীয় উপাসনালয়ে অনেক অনেক দান করি। তাই এখন তাদের উচিৎ সরকারকে সাহায্য করা।’

এসএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।