ঈদের পর লিগ শুরুর আহ্বান জানিয়ে বিসিবিকে চিঠি কোয়াবের
করোনার ভয়াবহতা কমলে হয়ত ধীরে ধীরে অনেক কিছুই শিথিল হবে। তবে ঈদের পর করোনার প্রাণসংহারি রূপ কমলে জুনের মাঝামাঝি ঢাকার প্রিমিয়ার ক্রিকেট লিগ শুরুর আশায় ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)।
জাগো নিউজে শনিবার সন্ধ্যায় প্রকাশ হয়েছে যে, ‘কোয়াব ঈদের পর লিগ শুরুর আবেদন জানাবে।’ আজ সে অনুযায়ী বিসিবি ও ঢাকার ক্লাব ক্রিকেটের আয়োজক- ব্যবস্থাপক সংগঠন সিসিডিএমকে লিগ শুরুর আবেদন জানিয়ে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছে কোয়াব।
আজ বিকেলে কোয়াবের সদস্য সচিব দেবব্রত পাল জাগো নিউজকে এ তথ্য জানিয়ে বলেন, ‘আমরা কায়মনোবাক্যে চাচ্ছি করোনার ভয়াবহ রূপ কমুক। প্রাণ সংহারি এ ভাইরাস সংক্রমণে যে প্রাণহানি ঘটছে, তাও বন্ধ হোক। জনজীবন স্বাভাবিক হোক। সবার মাঝে স্বস্তি ও শান্তি ফিরে আসুক। সে সাথে আমরা চাই ঢাকার ক্লাব ক্রিকেটের এক মাত্র আকর্ষনীয় আসর প্রিমিয়ার লিগ মাঠে গড়াক। এটা সত্য এখন করোনা যেভাবে চারদিকে ছড়িয়ে গেছে, তাতে করে এখন হয়তো লিগ আয়োজন সম্ভব নয়। তবে আমরা বিসিবি ও সিসিডিএমের কাছে লিখিতভাবে ঈদের পরে লিগ শুরুর আবেদন জানিয়েছি।’
যদিও বিষয়টা নির্ভর করছে পরিস্থিতির ওপর। দেবব্রত পাল বলেন, ‘বিষয়টা নির্ভর করবে করোনা পরিস্থতির ওপর। যদি অবস্থার উন্নতি হয়, তাহলেই কেবল খেলা আয়োজন বা ক্রিকেটারদের মাঠে খেলার প্রশ্ন।’
কোয়াব সদস্য সচিব আরও জানান, প্রিমিয়ার লিগ শতাধিক ক্রিকেটারের রুটি-রুজির একমাত্র উৎস। কাজেই এটা শুধু একটি লিগ নয়। এর সঙ্গে রাজধানী ঢাকা তথা দেশের ক্রিকেট, ক্রিকেটার, ক্লাব, কোচ, আম্পায়ার-স্কোরার, মাঠকর্মী ও ক্লাব বয় অনেকের সম্পৃক্ততা আছে। লিগ না হলে তারা সবাই আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন। সেই বিবেচনায় আমরা ঈদের পর স্বাস্থ্যবিধী মেনে লিগ শুরুর আবেদন করেছি।’
ঈদের পরের কথা উল্লেখ থাকলেও কোয়াবের আবেদনে কোন দিন তারিখ বেঁধে দেয়া নেই। শুধু বলা আছে, ঈদের পর স্বাস্থ্যবিধি মেনে লিগ শুরুর আবেদন। এখন দেখা যাক পরিস্থিতি কি দাড়ায়? বিসিবি আর সিসিডিএম কি সিদ্ধান্ত নেয়?
এআরবি/আইএইচএস