কেমন আছেন করোনাক্রান্ত ক্রিকেটার-কোচ আশিক?

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ১২:২৭ পিএম, ১৩ মে ২০২০

মঙ্গলবার প্রচন্ড কাশি ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে গিয়েছিলেন সাবেক ক্রিকেটার ও বর্তমানে বিসিবির ডেভেলপমেন্ট কোচ আশিকুর রহমান মজুমদার। পরে পরীক্ষায় করোনা পজিটিভ বের হলে তাকে মুগদা হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হয়।

হাসপাতালে ভর্তির পরও সন্ধ্যায় মুঠোফোনে নিকটজনের সঙ্গে কথা বলেছেন আশিক। তবে রাত ৯টার পর শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় অক্সিজেন দেয়া হয়েছিল তাকে। আজকের সবশেষ খবর, গতকালকের চেয়ে কিছুটা ভাল আছেন ক্রিকেট কোচ আশিক।

আজ (বুধবার) সকালে আর অক্সিজেনের প্রয়োজন হচ্ছে না আশিকুরের। নিশ্বাস নিতে কষ্ট হচ্ছে না তেমন, কথাও বলছেন মোটামুটি স্বাভাবিকভাবে। সকাল ১১টার কিছু পরে হাসপাতালের বেডে শুয়ে জাগোনিউজের সঙ্গে মুঠোফোনে কথা বলেছেন এ সাবেক ক্রিকেতার ও বর্তমান কোচ।

কেমন আছেন এখন? আশিকের জবাব, ‘আছি ভাল। তবে কাশিটা একটু বাড়ছে। গতকাল (মঙ্গলবার) অক্সিজেন দিয়েছে। আজ অক্সিজেন লাগেনি। অক্সিজেন লেভেল ৯৭ আছে।’

তিনি আরও জানান, ‘এখন শরীরে জ্বরও নেই। জ্বর আসলে পরশুদিন থেকেই নেই। তবে কাশির মাত্রা বাড়ায় চিকিৎসকরা অ্যান্টিবায়েটিক দিয়েছেন। চিকিৎসকরা বলেছেন, কাশি কমলে আবার করোনা টেস্ট করানো হবে। তবে কয়েক দিন থাকতে হবে হাসপাতালে।’

এদিকে মঙ্গলবার আশিকের করোনা পজিটিভ হওয়ার খবর দিয়েছিলেন তার ঘনিষ্ঠ ক্রিকেটার বন্ধু মোহাম্মদ আশরাফুল। তিনি বলেছিলেন, ‘আশিক ভাই এলাকায় করোনায় ক্ষতিগ্রস্ত মানুষদের পাশেই ছিলেন। তাদের সহযোগিতাও করেছেন। ডেঙ্গু ও চিকনগুনিয়ার সময় এলাকার ময়লা আবর্জনা পরিষ্কারের কাজও তদারক করেছেন। এসব জনহিতকর কাজ করতে গিয়েই হয়তো তার শরীরে করোনাভাইরাস সংক্রমিত হয়েছে। প্রথমে জ্বর ছিল। পরে আজ (মঙ্গলবার) বিকেলে টেস্টে পজিটিভ ধরা পরায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

প্রসঙ্গত জাতীয় যুব (অনূর্ধ-১৯) দলের হয়ে ২০০২ সালের যুব বিশ্বকাপ খেলা আশিক ছিলেন সম্ভাবনাময় পেসার। ঢাকা মোহামেডানের হয়ে চলতি শতাব্দীর প্রথম দিকে কয়েকবছর বেশ সুনামের সঙ্গে খেলেছেন। পরে পিঠের ব্যথার কারণে একটু আগেই খেলা ছেড়ে কোচিংয়ে নাম লেখান। প্রাইম ব্যাংকের সহকারী কোচের দায়িত্ব পালন করেছেন অন্তত ৫-৬ বছর ধরে। মাঝে প্রায় দুই বছর বাংলাদেশ নারী দলের সহকারী কোচ হিসেবেও কাজ করেছেন আশিক।

এআরবি/এসএএস/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।