আফ্রিদিকে ধন্যবাদ আর ভুয়া কলকারীদের তিরষ্কার মুশফিকের
ব্যাটের নিলাম শেষ হয়েছে বৃহস্পতিবার রাতে। তখনই জানা হয়ে গেছে, পাঁচদিনের নিলাম শেষে আজ শুক্রবার রাত সাড়ে ৯টায় তিনি নিজ মুখে ঘোষনা দেবেন, ব্যাটটি কে এবং কত টাকায় কিনলেন?
যে কথা সেই কাজ। শুক্রবার রাত সাড়ে ৯টার কিছুক্ষণ পর মুশফিকুর রহীম নিজেই জানালেন, শহিদ আফ্রিদি ভাই আমাদের প্রথম ডাবল সেঞ্চুরির ব্যাট কিনে নিয়েছেন। একইসঙ্গে এই মহৎ উদ্যোগের অংশীদার হওয়ার জন্য আফ্রিদিকে ধন্যবাদ জানান মুশফিক।
ফলস কলের দৌরাত্ম্যে তার ব্যাটের নিলাম প্রায় ভেস্তে যেতেই বসেছিল এবং নিলামের স্বাভাবিকত্বও অনেকটাই নষ্ট হয়ে গিয়েছিল। যে কারণে, কিছুক্ষণের জন্য নিলামও বন্ধ রাখতে বাধ্য হয়েছিল আয়োজকরা।
তারপরও শহিদ আফ্রিদি বাংলাদেশেরই আরেক ক্রিকেটার তামিম ইকবালের মাধ্যমে এ নিলামে যুক্ত হয়ে ২০ হাজার মার্কিন ডলারে (প্রায় ১৭ লাখ টাকা) মুশফিকের ব্যাট কিনে পুরো নিলাম প্রক্রিয়ায় একটি ইতিবাচক সমাধান এনে দেন।
২০ হাজার মার্কিন ডলারে তার ব্যাট নিলামে কেনার জন্য মুশফিকুর রহিম শহিদ আফ্রিদিকে অনেক ধন্যবাদ জানান। বলেছেন, ‘আফ্রিদি ভাইক ধন্যবাদ, কৃতজ্ঞতা।’
পাকিস্তানের সাবেক এ অলরাউন্ডারকে ধন্যবাদ জানানোর পাশাপাশি দেশে যারা সততার সাথে নিলামে অংশ নিয়েছেন, তাদের আন্তরিকতার জন্যও ধন্যবাদ জ্ঞাপন করেন মুশফিক। বিপরীতে যারা ফলস কল দিয়ে এ নিলামের স্বাভাবিকত্ব নষ্ট করেছেন এবং নিলাম প্রক্রিয়াকে এক কথায় নষ্ট করেছেন, তাদের প্রতিও চরম তিরষ্কার দিয়েছেন মুশফিকে।
ফলস কল কারিদের উদ্দেশ্যে মুশফিকের ক্ষোভ মাখা কন্ঠে বলেন, ‘ফলস কল না হলে হয়তো নিলামটি আরও সাজানো-গোছানো হতে পারতো। ওভারঅল সবাইকে ধন্যবাদ। তবে ফেক বিডারদের বলতে চাই, এমন একটি মানবিক উদ্যোগে আপনারা যে অমানবিক কাজ করেছেন, তা কি একবারও ভেবে দেখেছেন আপনারা?’
যারা ফলস কল করে নিলামের সৌন্দর্য্য নষ্ট করে একটা অস্বাভাবিক পরিস্থিতির উদ্রেক ঘটিয়েছেন তাদের প্রতি মুশফিকের শেষ কথা, ‘আপনারা যারা ফলস কল করেছেন তারাও যে খারাপ অবস্থায় পড়বেন না, কেউ তা বলতে পারবে না। কেউ এসব ফাজলামো করা বা বাজে কাজ করার আগে চিন্তা করে দেখবেন। আর যারা সৎ থেকে বিড করেছেন তাদের ধন্যবাদ। শহিদ আফ্রিদি ভাইকেও অনেক ধন্যবাদ।’
এআরবি/আইএইচএস