মাশরাফি : তুলসি বাগানের টারজান!
ব্রেসলেটের নিলাম অনুষ্ঠান। অকশন ফর অ্যাকশনের লাইভ অনুষ্ঠানে নিলামে অংশ নেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সদ্য বিদায়ী ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ১৭-১৮ বছর ব্যবহার করা হাতের ব্রেসলেটটা তিনি নিলামে তুলেছেন করোনায় ক্ষতিগ্রস্থ মানুষদের সহযোগিতার জন্য।
অকশন ফর অ্যাকশনের সঞ্চালক আরিফ আর হোসাইনের পরিচালনায় লাইভ অনুষ্ঠানে এসে মজার মজাার বিভিন্ন প্রশ্নের জবাব দেন মাশরাফি। সেখানেই তার কাছে জানতে চাওয়া হয়, যদি আপনি আলাদিনের চেরাগ পান তাহলে সেই চেরাগের দৈত্যের কাছে কোন তিনটি জিনিস চাইবেন।
মাশরাফি হেসে জবাব দিলেন, যদি পারতাম তাহলে শৈশবে ফিরে যেতে চাইতাম। সেখানে স্কুল, স্কুলের বন্ধুদের সঙ্গে খেলাধুলা, আড্ডাবাজি- এগুলোতে ফিরে যেতে চাইতাম। দ্বিতীয় যেটা চাইতাম, সেটা হচ্ছে ক্যারিয়ারের শুরুতে যদি ফিরে যেতে পারতাম! আলহামদুলিল্লাহ এমনিতেই ক্যারিয়ারে যা অর্জন করেছি, সেটা অনেক। তবুও ক্যারিয়ারের শুরুটায় ফিরে যেতে পারলে আরও ভালোভাবে নিজেকে ঘুছিয়ে নিতে পারতাম। তৃতীয়ত যেটা, সেটা হচ্ছে পরিবারের কাছেই ফিরে যেতে চাই।
ওই সময়ই একটি সম্পুরক প্রশ্ন করেন সঞ্চালকদের একজন। তিনি বলেন, আমরা গোপনসূ্ত্রে জানতে পেরেছি আপনাকে টারজান বলা হতো। মাশরাফি কি বলবেন আপনি এ নিয়ে?
মাশরাফি বলেন, ‘হ্যাঁ, আমাকে তুলসি বাগানের টারজান বলা হতো। কারণ ওই বাগানে আমরা খুব খেলতাম। বেড়াতাম। ওই বাগানের আম, কাঠাল, লিচু এগুলো নিজের মনে করতাম। ওই বাগানটা ছিল অনেক বড়। মালিক বাগানটা বিক্রি করে দিয়ে চলে গেছেন ইন্ডিয়ায়। ওই বাগানের সব কিছু নিজের মনে হতো। সেখানে ঘুরে বেড়াতাম। এ কারণে অনেকেই বলতো, তুলসি বাগানের টারজান।’
লাইভ অনুষ্ঠানেই ৪২ লাখ টাকায় মাশরাফির ব্রেসলেটটি কিনে নিয়েছে বাংলাদেশ লিজিং অ্যান্ড ফাইন্যান্স কোম্পানি অ্যাসোসিয়েশন (বিএলএফসিএ)। ব্রেসলেট কেনার পর আবার সেটা মাশরাফিকেই ফিরিয়ে দিয়েছে প্রতিষ্ঠানটি।
আইএইচএস/