ক্রিকেট শুরুর অবস্থায় নেই ভারত : দ্রাবিড়
ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বর্তমানে ন্যাশনাল ক্রিকেট একাডেমির (এনসিএ) ক্রিকেট প্রধান রাহুল দ্রাবিড় এখনই দেশে ক্রিকেট ফেরানোর পক্ষে নন। নিজের খেলোয়াড়ি জীবনে যেমন ধৈর্য্যের প্রতিশব্দ হয়ে গেছিলেন তিনি, তেমনি এখন করোনাভাইরাসের ক্ষেত্রেও ধৈর্য্যের কথা বলছেন তিনি।
ইংল্যান্ড, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান, আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল এরই মধ্যে ক্রিকেট ফেরানোর কার্যক্রম শুরু করে দিয়েছে। ক্যারিবীয়রা তিন টেস্ট খেলতে পৌঁছে গেছে ইংল্যান্ডে। আগামী সপ্তাহে ইংল্যান্ডে যাবে পাকিস্তানও।
কিন্তু দ্রাবিড়ের মতে এখনই ভারতে ক্রিকেট ফেরানো সম্ভব নয়। তার পরামর্শ আরও ধৈর্য্য ধরে পুরোপুরি সঠিক সিদ্ধান্ত নেয়া হয় যেনো। এতে করে ক্রিকেট মৌসুম সংক্ষিপ্ত করতে হলে তাই করার কথা বলেছেন দ্রাবিড়।
ভারতীয় ম্যাগাজিন ‘দ্য উইক’কে দেয়া সাক্ষাৎকারে দ্রাবিড় বলেন, ‘আমার মনে হয় না, ক্রিকেট শুরুর অবস্থায় আছি আমরা। এখন বরং ধৈর্য্য ধরে অপেক্ষা করাই ভালো। আমাদের মাসপ্রতি ভাবতে হবে। প্রত্যেকটা পথ নিয়ে ভাবতে হবে। ঘরোয়া মৌসুম সাধারণত আগস্ট-সেপ্টেম্বরে শুরু হয়, এটা অক্টোবরে শুরু হলে সংক্ষিপ্ত করার কথা ভাবতে হবে।’
তিনি আরও যোগ করেন, ‘এখন সবকিছুই অনিশ্চিত। সরকার এবং স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনার ওপর নির্ভর করছে কবে এবং কী পরিমাণ ক্রিকেট খেলা যাবে। আমাদের জন্য এনসিএতে ব্যস্ত সময় হলো এপ্রিল থেকে জুন। তখন আমাদের জোনাল ক্যাম্প, অনূর্ধ্ব-১৬, অনূর্ধ্ব-১৯, অনূর্ধ্ব-২৩ ক্যাম্প চলে। কিন্তু এখন বারবার পরিকল্পনায় বদল আনতে হচ্ছে। আশা করছি অনেক বেশি ক্রিকেট হারিয়ে ফেলব না আমরা।’
তবে ক্রিকেট শুরুর পরেও ব্যাঙ্গালুরুর বাইরের ক্রিকেটারদের এনসিএতে যোগ দেয়ার আগে থাকতে হবে ১৪ দিনের কোয়ারেন্টাইনে। দ্রাবিড় বলেছেন, ‘প্রাথমিকভাবে স্থানীয় ক্রিকেটারদের দিয়ে এনসিএ কাজ শুরু করতে পারে। যারা অন্য জায়গা থেকে আসবে তাদের অবশ্যই ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে। দেখা যাক কীভাবে কী করা যায়।’
এসএএস/পিআর