ইংল্যান্ডে করোনা টেস্ট করে কোয়ারেন্টাইনে পাকিস্তানি ক্রিকেটাররা
দেশে থাকার সময় করোনা টেস্টে নেগেটিভ রিপোর্ট পাওয়ার পর ২০ ক্রিকেটারকে নিয়েই ইংল্যান্ডের উদ্দেশ্যে উড়াল দিয়েছিল পাকিস্তান ক্রিকেট দল। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) বিশেষ ভাড়া করা বিমানে করে রোববার লাহোর থেকে রওয়ানা দেয়ার পর ইংল্যান্ডের ওরস্টারশায়ারে গিয়ে পৌঁছায় আজহার আলি-বাবর আজমরা।
আগে থেকেই জানা ছিল, ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরুর ৫ সপ্তাহ আগে পৌঁছে গেছে পাকিস্তান ক্রিকেট দল। কারণ, দুই সপ্তাহের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হবে তাদের। সে কারণেই পাকিস্তানে করোনা টেস্ট করা হলেও, ইংল্যান্ডে পৌঁছার পর ইসিবির তত্বাবধানে আবারও পাকিস্তানি ক্রিকেটারদের করোনা টেস্ট করা হবে।
সে হিসেবেই গতকালই ইংল্যান্ডে যে ৩১জন পৌঁছেছে, তাদের টেস্ট করা হলো। আজ সেই টেস্টে রিপোর্ট জানিয়েছে ইংল্যান্ড কর্তৃপক্ষ। তাতে দেখা যাচ্ছে, সবারই রিপোর্ট এসেছে নেগেটিভ। ২০জন ক্রিকেটার এবং ১১জন কর্মকর্তা- পাকিস্তান ক্রিকেট দলের সবাই করোনা মুক্ত হয়েই কোয়ারেন্টাইন শুরু করেছেন ইংল্যান্ডে।
ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) সঙ্গে এটাও জানিয়েছে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ শুরুর আগে তাদের প্রতিটি ক্রিকেটার এবং টিম ম্যানেজমেন্টের সব সদস্যের করোনা টেস্ট করা হয়েছে। সবারই রেজাল্ট এসেছে নেগেটিভ। ইংল্যান্ডের সব ক্রিকেটার এবং কর্মকর্তার এ নিয়ে মোট তিনবার করোনা টেস্ট করা হলো।
ইসিবি আজ করোনা টেস্টের রিপোর্ট এমন এক সময়ে প্রকাশ করলো, যার আগে পাকিস্তানে প্রথম টেস্টে পজিটিভ আসা ক্রিকেটারদের মধ্যে দ্বিতীয় টেস্টে যে ৬ জনের রিপোর্ট নেগেটিভ এসেছে, তৃতীয় টেস্টেও তাদের রিপোর্ট নেগেটিভ বলে ঘোষণা দিয়েছে পিসিবি। সুতরাং, সেই ৬ ক্রিকেটারেরও ইংল্যান্ড সফরে দলের সঙ্গে যোগ দিতে আর কোনো বাধা থাকলো না।
যে ৬ জনের রিপোর্ট তৃতীয়বারও নেগেটিভ আসলো, তারা হলেন- মোহাম্মদ হাফিজ, ওয়াহাব রিয়াজ, শাদাব খান, মোহাম্মদ রিজওয়ান, ফাখর জামান এবং মোহাম্মদ হাসনাইন। ১০ ক্রিকেটারের বাকি যে চারজনের করোনা টেস্টে বারবার পজিটিভ রিপোর্ট এসেছে, তাদেরকে দেশেই আইসোলেশনে থাকতে হবে পুরোপুরি করোনা মুক্ত না হওয়া পর্যন্ত।
পিসিবি আজ জানিয়েছে, ‘সোমবার ৬ ক্রিকেটারের আবারও টেস্ট করা হয়েছে এবং তাদের রিপোর্ট এসেছে নেগেটিভ। তারা এখন ইংল্যান্ড সফরের উপর্যুক্ত।’ যে চারজনের রিপোর্ট পজিটিভ, তারা হলেন- ইমরান খান, কাশিফ ভাট্টি, হায়দার আলি এবং হারিস রউফ। তাদের আর সম্ভবত ইংল্যান্ড যাওয়ার উপায় থাকলো না।
আইএইচএস/