রোববার করোনা টেস্ট করতে যাবেন মাশরাফি
জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজার করোনা পজিটিভ রিপোর্ট আসে ২০ জুন। এরপর পর্যায়ক্রমে তার স্ত্রী, ভাইসহ পরিবারের আরও বেশ কয়েকজন সদস্য করোনা আক্রান্ত হন।
এরই মধ্যে ‘মাশরাফির করোনা নেগেটিভ’, ‘মাশরাফির পূনরায় করোনা পজিটিভ’ - এ ধরনের অনেক সংবাদই বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হতে থাকে।
তবে বেশ কয়েকবারই মাশরাফি বিন মর্তুজাকে তার ফেসবুক পেজে এসে ঘোষণা দিতে হয়েছে, তিনি ভালো আছেন। হাসপাতালে ভর্তি হননি। তার করোনা নেগেটিভ কিংবা পজিটিভ রিপোর্ট আসেনি। কারণ, তিনি পরীক্ষাই করাননি।
অবশেষে সবার অধীর অপেক্ষার পর মাশরাফি নিজেই ঘোষণা দিলেন, তিনি দ্বিতীয় টেস্ট করাতে যাচ্ছে রোববার। স্ত্রীসহ পরিবারের সবারই করোনা টেস্ট করাবেন এবং রিপোর্ট আসার পরপরই তিনি পাব্লিকলি সবাইকে জানিয়ে দেবেন, নিজের ফেসবুক পেজের মাধ্যমে। কোনো মিডিয়াকে নয়।
মাশরাফি নিজেই বলেছেন, আজও তিনি বেশ কয়েক জায়গায় তার করোনা রিপোর্ট নিয়ে নিউজ দেখেছেন। সেগুলোর সবগুলোই ছিল ভুয়া। তিনি সবার কাছে আবেদন জানান, এসব নিউজ বিশ্বাস না করার জন্য। একই সঙ্গে পাশে থাকার জন্য, দোয়া করার জন্য ভক্ত-সমর্থক সবাইকে ধন্যবাদ জানিযেছেন মাশরাফি।
আজ নিজের ফেসবুকে দেয়া এক পোস্টে মাশরাফি যা বলেছেন, তা হুবহু এখানে তুলে ধরা হলো। ‘আসসালামুআলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। পূর্বের ন্যায় আজকেও দেখলাম যে আমার করোনা টেস্ট নিয়ে অনেকে অনেক রিপোর্ট করেছেন। আপনাদের কাছে আমার বিনীত নিবেদন এই যে দয়া করে আপনারা এসব নিউজ বিশ্বাস করবেন না।’
‘আমি আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ যে আপনারা মন থেকে আমার জন্য দোয়া করেছেন। আপনাদের এই ভালোবাসা আমাকে দায়বদ্ধ করেছে যে আমার সঠিক সংবাদ আপনাদেরকে জানানো। ইনশাআল্লাহ আগামীকাল আমিসহ আমার পরিবারের সবাই করোনা টেস্ট করাবো। রিপোর্ট পাওয়ার সঙ্গে সঙ্গে আমি আপনাদের এখানে জানিয়ে দিব। আমার জন্য দোয়া করবেন এবং অবশ্যই সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন।’
আইএইচএস/