মাঠের বাইরেই ‘স্যাক্সোফোন’ বাজিয়ে পাকিস্তানি দর্শকের সমর্থন

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯:৩৯ পিএম, ০৯ আগস্ট ২০২০

করোনাভাইরাসের কারণে মাঠে প্রবেশের অনুমতি নেই, তাতে কী? চাইলে তো মাঠের বাইরে থেকেই প্রিয় দলকে সমর্থন দেয়া যায়! এতদিন হয়তো ভাবেনি কেউ, তবে শনিবার এমনটাই করে দেখিয়েছেন এক পাকিস্তানি দর্শক। যিনি নিজ দলকে সমর্থন দিয়েছেন মাঠের বাইরে থেকেই।

ম্যানচেস্টার টেস্টে বেশ ভালো সম্ভাবনা জাগিয়েও শেষপর্যন্ত জিততে পারেনি পাকিস্তান। ম্যাচের প্রথম ইনিংসে দারুণ বোলিংয়ের সুবাদে তারা পেয়েছিল ১০৭ রানের লিড। কিন্তু দ্বিতীয় ইনিংসে সেটি কাজে লাগাতে পারেননি ব্যাটসম্যানরা, অলআউট হয়ে যান ১৬৯ রানে।

ফলে ইংল্যান্ডের সামনে লক্ষ্য দাঁড়ায় ২৭৭ রানের। একপর্যায়ে মাত্র ১১৭ রানেই স্বাগতিকদের ৫ উইকেট তুলে নিয়ে জয়ের পথেই হাঁটছিল পাকিস্তান। কিন্তু এরপর ১৩৯ রানের জুটি গড়ে ম্যাচটি নিজেদের আয়ত্বে নিয়ে নেন জস বাটলার ও ক্রিস ওকস। শেষপর্যন্ত ইংল্যান্ড জেতে ৩ উইকেটের ব্যবধানে।

এ ম্যাচটি গ্যালারিতে বসে দেখতে পারেননি পাকিস্তানের একনিষ্ঠ এক সমর্থক। তাও তিনি সরাসরি পাকিস্তানি প্রবাসী নন। বরং ব্রিটিশ পাকিস্তানি এ দর্শক করোনাভাইরাসকে উপেক্ষা করে ওল্ড ট্র্যাফোর্ড স্টেডিয়ামের বাইরে দাঁড়িয়ে স্যাক্সোফোন বাজিয়ে সমর্থন জানিয়েছেন নিজ দলকে।

যেহেতু পুরো গ্যালারি খালি এবং স্টেডিয়ামের আশপাশেও মানুষের আনাগোনা কম, তাই যত জোরে সম্ভব নিজের স্যাক্সোফোনে 'দিল দিল পাকিস্তান' গানটি বাজিয়েছেন সেই ব্রিটিশ পাকিস্তানি দর্শক। তার এই স্যাক্সোফোন বাজানোর ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তে সময় লাগেনি একদমই।

এমনকি জনপ্রিয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফোও তাদের সামাজিক যোগাযোগ মাধ্যম প্রোফাইলে আপলোড করেছে এই সমর্থকের স্যাক্সোফোন বাজানোর ছবি। যেখানে তারা লিখেছে, 'সমর্থকের ডেডিকেশন লেভেল শতভাগ। ভেতরে দর্শক প্রবেশের অনুমতি নেই। এক সমর্থক ওল্ড ট্র্যাফোর্ডের বাইরেই স্যাক্সোফোন বাজাচ্ছে।'

 
 
 
View this post on Instagram

Fan dedication level: With no spectators allowed inside, a fan plays the saxophone outside the Emirates Old Trafford in Manchester

A post shared by ESPNcricinfo (@espncricinfo) on

এসএএস/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।