টস জিতে দিল্লিকে ব্যাটিংয়ে পাঠাল পাঞ্জাব

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৭:৪৫ পিএম, ২০ সেপ্টেম্বর ২০২০

আইপিএলের দ্বিতীয় ম্যাচে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আজ মুখোমুখি বলিউড কুইন প্রীতি জিনতার দল কিংস ইলেভেন পাঞ্জাব এবং তরুণ অধিনায়ক শ্রেয়াশ আয়ারের দল দিল্লি ক্যাপিটালস।

টস করতে নেমে ভাগ্যটা গেলো কিংস ইলেভেন পাঞ্জাব অধিনায়ক লোকেশ রাহুল। টস জিতে চোখ বন্ধ করেই ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন তিনি। ব্যাট করার জন্য আমন্ত্রণ জানালেন দিল্লির অধিনায়ক শ্রেয়াশ আয়ারকে।

মরু শহর হলেও সন্ধ্যার পর ধীরে ধীরে শিশিরে ভিজে ওঠে আরব আমিরাতের স্টেডিয়ামগুলোর ঘাস। আবু ধাবির শেখ জায়েদ ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আইপিএলের উদ্বোধনী ম্যাচেও টস জিতে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে টস জিতে ফিল্ডিং নিয়েছিলেন চেন্নাই অধিনায়ক ধোনি। মুম্বাইকে ব্যাট করতে পাঠিয়ে মাত্র ১৬২ রানে বেধে রেখেছিলেন তিনি। এরপর সেটা খুব সহজেই টপকে যায় চেন্নাই’র ব্যাটসম্যানরা।

কিংস ইলেভেন পাঞ্জাবে বিদেশি কোটায় খেলছেন গ্লেন ম্যাক্সওয়েল, নিকোলাস পুরান, শেলডন কটরেল এবং ক্রিস জর্ডান। দিল্লি ক্যাপিটালসের হয়ে বিদেশি কোটায় খেলছেন শিমরন হেটমায়ার, মার্কাস স্টোইনিজ, কাগিসো রাবাদা এবং নর্তজে।

দিল্লি ক্যাপিটালস একাদশ : পৃথ্বি শ, শিখর ধাওয়ান, শিমরন হেটমায়ার, শ্রেয়াস আয়ার (অধিনায়ক), রিশাভ পান্ত, মার্কাস স্টোইনিজ, অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, কাগিসো রাবাদা, অ্যানরিখ নর্তজে, মোহিত শর্মা।

কিংস ইলেভেন পাঞ্জাব : লোকেশ রাহুল (অধিনায়ক), মায়াঙ্ক আগরওয়াল, করুন নায়ার, সরফরাজ খান, গ্লেন ম্যাক্সওয়েল, নিকোলাস পুরান, কে গৌতম, ক্রিস জর্ডান, রবি বিষনই, মোহাম্মদ শামি, শেলডন কটরেল।

আইএইচএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।