করোনা এবং নিরাপত্তা প্রটোকল দেখে সন্তুষ্ট ক্যারিবীয় পর্যবেক্ষক দল

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৮:৩৭ পিএম, ০২ ডিসেম্বর ২০২০

বাংলাদেশের করোনা প্রটোকল দেখে যারপরনাই সন্তুষ্ট ওয়েস্ট ইন্ডিজ পর্যবেক্ষক দল। আজ পড়ন্ত বিকেলে স্থানীয় প্রচার মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের ডিরেক্টর আকশাই মানসিং এবং সিকিউরিটি ম্যানেজার পল স্লোওয়ে এ সন্তুষ্টি প্রকাশ করেন।

অনেকটা নীরবেই গত ৩০ নভেম্বর ঢাকা এসেছে ওয়েস্ট ইন্ডিজের পর্যবেক্ষক দল। রাজধানী ঢাকায় পা রাখার পরদিনই ক্যারিবীয় পর্যবেক্ষক দল উড়াল দেয় চট্টগ্রাম। সেখানে হযরত শাহ আমানত বিমানবন্দর, টিম হোটেল রেডিসন ব্লু এবং ভেন্যু জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম সরেজমিনে পর্যবেক্ষণ করেন।

এরপর ঢাকায় এসে বাংলাদেশের নেয়া করোনা প্রটোকল এবং নিরাপত্তা ব্যবস্থাও খুঁটিয়ে দেখেছেন তারা। যে দুই শহরে খেলা হবে, সেই দুই শহর- রাজধানী ঢাকা ও বন্দরনগরী চট্টগ্রামের নিরাপত্তা এবং করোনা প্রটোকল দেখার পর বুধবার শেরেবাংলায় সাংবাদিকদের সাথে মতবিনিময়ে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ ডিরেক্টর আকশাই মানসিং বলেন, ‘আমাকে বলতেই হবে, বিসিবি থেকে যে ধরনের প্রটোকলের কথা বলা হয়েছে, তা খুবই ভালো। আমরা ঢাকা ও চট্টগ্রামে যা দেখলাম, তা খুবই চমৎকার। আমরা সন্তুষ্ট। কোভিড প্রটোকল একদম যথাযথ ও টাইট। সুযোগ সুবিধা দারুণ। এর বাইরে আমরা ঢাকা ও চট্টগ্রামে টিম হোটেল ও হাসপাতালও পর্যবেক্ষণ করেছি। সেটা ছিল পুরোই কোভিড ও তার চিকিৎসা ব্যবস্থার সরেজমিনে দেখতে। আমার কাছে যা আন্তর্জাতিক মানের বলেই মনে হয়েছে।’

ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের ডিরেক্টর আকশাই মানসিংয়ের শেষ কথা আরও আশাব্যঞ্জক, ‘তার সোজা উচ্চারণ, আমরা বাংলাদেশে যে করোনা প্রটোকল ব্যবস্থা দেখলাম তা নিঃসন্দেহে আন্তর্জাতিক মানের এবং বিশ্বের যে কোন দেশের মান উপযোগী।’

তার এই সন্তুষ্টির রিপোর্ট ক্যারিবীয় ক্রিকেট বোর্ডের পরিচালক পর্ষদে জমা দেবেন। এদিকে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের সিকিউরিটি ম্যানেজার পল স্লোওয়ে বিসিবির নেয়া নিরাপত্তা ব্যবস্থা দেখেও সন্তুষ্ট।

তার কথা, ‘আমার প্রথম কাজ ছিল আগামী জানুয়ারিতে যে সফর হওয়ার কথা, তার নিরাপত্তা ব্যবস্থা খুঁটিয়ে দেখা। বিসিবি থেকে যে নিরাপত্তা ব্যবস্থা উপস্থাপন করা হয়েছে, আমি তা দেখে খুশি ও সন্তুষ্ট।’

তিনি আরও যোগ করেন, ‘আমাদের কাছে বিসিবির পক্ষ থেকে যে নিরাপত্তা ব্যবস্থার ছক উপস্থাপন করা হয়েছে, তা যথাযথ বাস্তবায়ন ঘটলে কোন অপ্রত্যাশিত ঘটনা ঘটবে না।’

ক্যারিবীয় সিকিউরিটি ম্যানেজার আরও বলেন, ‘বিমানবন্দর, হোটেল, প্র্যাকটিস ভেন্যু, খেলার ভেন্যু দেখেও আমি সন্তুষ্ট।’

ক্যারিবীয় ক্রিকেটের সিকিউরিটি ম্যানেজার পল ২০১৬ সালে বাংলাদেশে হওয়া বিশ্ব যুব ক্রিকেটের সময়ও ছিলেন। সেই আসরে দেখার অভিজ্ঞতার কথা টেনে স্লোওয়ে বলেন, ২০১৬ সালে বিশ্ব যুব ক্রিকেটের সময় আমি বাংলাদেশে ছিলাম। আমি খুবই কনিফিডেন্ট যে বিসিবির আন্তর্জাতিক আসর আয়োজনের পর্যাপ্ত সামর্থ্য আছে।

এআরবি/আইএইচএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।