হবিগঞ্জে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্ট শুরু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি হবিগঞ্জ
প্রকাশিত: ০৬:৪৮ পিএম, ১৩ মার্চ ২০২১

মুজিববর্ষ উপলক্ষে হবিগঞ্জে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে। শনিবার এর উদ্বোধন করেন সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহির।

হবিগঞ্জ আধুনিক স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ইশরাত জাহান, পৌর মেয়র আতাউর রহমান সেলিম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন কলি।

জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে আয়োজিত টুর্নামেন্টে হবিগঞ্জের ২২টি, সিলেটের ২টি, মৌলভীবাজার ও ঢাকার ১টি করে মোট ২৬টি দল অংশ নিচ্ছে।

সংসদ সদস্য মো. আবু জাহির উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, ‘শেখ হাসিনার সরকার দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়নে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। খেলাধুলা মানসিক ও শারিরীক বিকাশ ঘটায়। নেশা থেকে দূরে রাখে।’

আইএইচএস/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।