দক্ষিণ আফ্রিকার নারী দলের দেশে ফেরা নিয়ে জটিলতা
১৪ এপ্রিল থেকে সব আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত হয়ে যাচ্ছে। এ কারণে ২দিন আগে ঢাকা ছাড়তে পারে দক্ষিণ আফ্রিকান নারী ক্রিকেট দল।
নারী ক্রিকেট উইংয়ের কো অর্ডিনেটর তৌহিদ আজ রোববার সন্ধ্যায় জাগো নিউজকে জানিয়েছেন, এমনিতে প্রোটিয়া নারী দলের দেশে ফেরার কথা ১৪ এপ্রিল; কিন্তু সেদিন থেকে সব ধরনের ফ্লাইট বন্ধ থাকার কথা। তাই দক্ষিণ আফ্রিকান নারী দলকে তার আগে দেশে ফেরত পাঠানোর চেষ্টা চলছে।
সে ক্ষেত্রে আগামী ১২ এপ্রিল সোমবার দিবাগত মধ্য রাতে কাতার এয়ারওয়েজের ফ্লাইটে করে তাদের দক্ষিণ আফ্রিকা ফেরত পাঠানোর কথা ভাবা হচ্ছে।
তবে সেটা নির্ভর করছে ফ্লাইট পাবার ওপরে। ওমেন্স উইংয়ের কো অর্ডিনেটর তৌহিদ যোগ করেন, দক্ষিণ আফ্রিকান ক্রিকেট এসোসিয়েশন যদি ফ্লাইট বদলাতে পারে, তাহলে আমরা প্রোটিয়া নারী দলকে সিলেট থেকে চার্টার্ড ফ্লাইটে ঢাকা এনে সোমবার দিবাগত মধ্য রাতে দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে যাত্রার সুযোগ করে দেব।
তৌহিদ আরও একটি অপরাগতার কথা জানান, তাহলো-আজ রোববার দক্ষিণ আফ্রিকায় সাপ্তাহিক ছুটি। ছুটির দিনে বোর্ডের সাথে যোগাযোগ করে ফ্লাইট সিডিউল পরিবর্তন করাও সহজ হবে না। তারপরও আমরা যোগাযোগের চেষ্টা করছি।
এআরবি/আইএইচএস/এমকেএইচ