রোজা রেখে কঠোর অনুশীলন, চ্যালেঞ্জ জিততে আশাবাদী সাইফউদ্দিন

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৮:১৩ পিএম, ০৭ মে ২০২১

গত শনিবার ঘোষণা করা হয়েছে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের ২০ সদস্যের স্কোয়াড। পরদিন থেকেই অনুশীলন শুরু করে দিয়েছিলেন দেশে থাকা ক্রিকেটাররা। আজ (শুক্রবার) থেকে শুরু হয়েছে দলগত অনুশীলন। যেখানে অবশ্য পাওয়া যায়নি শ্রীলঙ্কা সফর থেকে আসা ক্রিকেটারদের।

যেখানে রয়েছেন তামিম ইকবাল, মুশফিকুর রহীমসহ নয়জন খেলোয়াড়। স্বাস্থ্য অধিদপ্তরের লিখিত ছাড়পত্র সাপেক্ষে শনিবার থেকে দুইদিন পুরো দল অনুশীলন করতে পারবে। আগামী ৯ মে (রোববার) পর্যন্ত চলবে এই দফার অনুশীলন। এরপর ঈদের ছুটিতে যাবেন ক্রিকেটাররা।

শুক্রবার দুপুর ৩টা থেকে শুরু হয় প্রথম দিনের অনুশীলন। হালকা মেজাজের এই অনুশীলন চলেছে প্রায় দুই ঘণ্টা ধরে। মাহমুদউল্লাহ রিয়াদ, নাইম শেখ, নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিনরা রোজা রেখেই চালিয়ে নিচ্ছেন এই অনুশীলন। ঘরের মাঠে চেনা কন্ডিশন ও উইকেট হওয়ায় সিরিজ জিততে আত্মবিশ্বাসী সাইফউদ্দিন।

শ্রীলঙ্কার মাটিতে টেস্ট সিরিজ হেরে ফেরায় এবার ঘরের মাঠে জেতার চ্যালেঞ্জ আরও বেশি বলে মনে করেন পেস বোলিং অলরাউন্ডার সাইফউদ্দিন। তাই যথাযথ প্রস্তুতি সেরে নিতে কঠোর অনুশীলনের কথা জানালেন তিনি। শুক্রবারের অনুশীলন শেষে সাইফউদ্দিন জানিয়েছেন আসন্ন সিরিজের ব্যাপারে নিজের ভাবনার কথা।

তার ভাষ্য, ‘নিউজিল্যান্ড সিরিজে আমরা প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারিনি, হোয়াইটওয়াশড হয়েছি। তো এটা আমাদের জন্য খুবই হতাশাজনক। ঘরের মাঠে যেহেতু আমাদের শ্রীলঙ্কার সাথে খেলা, অবশ্যই আমরা চেষ্টা করব এখান থেকে সিরিজ জয়ের জন্য। আমরা রোজা রেখে অনেক পরিশ্রম করছি, যেহেতু সামনে খেলা আছে।’

‘ইনশাআল্লাহ্‌ আমরা আশাবাদী। যেহেতু টেস্ট সিরিজে ওদের মাটিতে হেরে এসেছি, তাই এটা আমাদের জন্য বাড়তি চ্যালেঞ্জ। আমরা যাতে দেশের মাটিতে ওয়ানডে সিরিজ জিততে পারি এবং সুপার লিগের পয়েন্টের একটা ব্যাপার আছে। তাই চেষ্টা করব সেই পয়েন্টগুলা নেয়ার জন্য।’

শুধু নিজের একার পারফরম্যান্স নয়, দলগতভাবে ভালো করার দিকেই জোর দিলেন সাইফউদ্দিন, ‘বিগত কয়েক মাস ধরে আমরা দল হিসেবে প্রত্যাশা অনুযায়ী ভালো খেলতে পারতেছি না। আমাদের জন্য খুব প্রয়োজন এই সিরিজটা ভালো খেলা। আইসিসি সুপার লিগের পয়েন্টের যেহেতু ব্যাপার আছে, আমাদের দেশের মাটিতে খেলা, প্রতিপক্ষ শ্রীলঙ্কা, অবশ্যই আমরা শতভাগ দিয়ে চেষ্টা করব যেন দলগতভাবে খেলে এখানে সিরিজ জিততে পারি এবং যত পয়েন্ট অর্জন করতে পারি।’

দলীয় পারফরম্যান্সের কথা বললেও, নতুন বলের বোলার হিসেবে নিজের দায়িত্বের কথাও মাথায় আছে তার, ‘অবশ্যই! একটা ম্যাচের প্রথম দশ ওভারের গতিপ্রকৃতি পুরো ম্যাচের ফলাফল নির্ধারণ করে দেয়। তাই বোলারদের জন্য অনেক বড় দায়িত্ব থাকে, প্রথম দশ ওভারে নতুন বলে উইকেট বের করে দেয়া, ইকোনমিক্যাল বল করা, ওদের টপঅর্ডারের এক-দুইটা উইকেট নেয়া- যেটা আমরা নিউজিল্যান্ড সফরে ব্যর্থ হয়েছি। ইনশাআল্লাহ্‌ চেষ্টা করব এবার। যেহেতু চেনা কন্ডিশন, ঘরের মাঠে মিরপুরে অনুশীলন করছি, আমাদের চেনা উইকেট, ইনশাআল্লাহ আমাদের সর্বোচ্চ দিয়েই চেষ্টা করব, যারাই সুযোগ পাবে যাতে বোলাররা আরও দায়িত্ব নিয়ে খেলতে পারে।’

সাইফউদ্দিন আরও যোগ করেন, ‘প্রত্যাশা অনুযায়ী নিউজিল্যান্ডে ভালো খেলতে পারিনি। যেহেতু ঘরের মাটিতে অনেক আন্তর্জাতিক, ঘরোয়া ম্যাচ খেলেছি, চেনা কন্ডিশন, মিরপুরের উইকেটে তো অবশ্যই চেষ্টা থাকবে যদি সুযোগ পাই ভালো খেলার। যারা খেলবে সবাই নিজেদের সেরাটা দেয়ার চেষ্টা করবে যেহেতু আমরা এখানে অনেক ম্যাচ খেলেছি।’

সাকিব-মোস্তাফিজ ফেরায় দলের ভারসাম্য ভালো হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘আমাদের দল এখন অনেক ভারসাম্যপূর্ণ, সাকিব ভাই এসেছেন, মোস্তাফিজ এসেছে, তাসকিন ভাইও ভালো শেপে আছেন, ইনশাআল্লাহ্‌ আমিও যদি সুযোগ পাই। আমাদের ওভারল টিম হিসেবে খুব ভালো কন্ডিশনে আছি। যারাই সুযোগ পাই, যদি আমিও সুযোগ পাই, চেষ্টা করব সেরাটা দেয়ার এবং যতটা ম্যাচ জেতা সম্ভব।’

এসএএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।